Kolkata: ‘জনজীবন বিপর্যস্ত হওয়ায় আমি দুঃখিত’, দায় স্বীকার করলেন কলকাতার মেয়র পারিষদ
Kolkata: জল যাতে দ্রুত নেমে যায় তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, "আশা করি এই বৃষ্টিপাত যদি একটু কমে তাহলে জল সম্পূর্ণ নেমে যাবে। জোয়ারের জন্য লক গেট খোলা যাচ্ছে না। দুপুরে খুলে দিলে এবং বৃষ্টি কমে গেলে সেখান থেকেও জল দ্রুত বেরিয়ে যাবে।"

কলকাতা: প্রস্তুতি নেওয়ার পরেও শহরের বেশ কিছু অংশে জল জমে যে দুর্ভোগ হচ্ছে, সেটা মেনে নিলেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ সদস্য তারক সিং। তিনি বললেন, “জনজীবন বিপর্যস্ত হওয়ায় আমি দুঃখিত। কিন্তু এটা বুঝতে হবে, প্রায় সাড়ে ৩৫০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে নির্দিষ্ট কয়েকটি অংশে।”
মেয়র পারিষদ জানিয়েছে, কলকাতার কয়েকটি অংশে ১০০ মিলিমিটারের উপর বৃষ্টিপাত ছাড়িয়ে গিয়েছে। জল যাতে দ্রুত নেমে যায় তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, “আশা করি এই বৃষ্টিপাত যদি একটু কমে তাহলে জল সম্পূর্ণ নেমে যাবে। জোয়ারের জন্য লক গেট খোলা যাচ্ছে না। দুপুরে খুলে দিলে এবং বৃষ্টি কমে গেলে সেখান থেকেও জল দ্রুত বেরিয়ে যাবে।”
কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের পামারবাজারে নিকাশি বিভাগের স্ট্রম ওয়াটার ফ্লো পাম্পিং স্টেশনে আসেন তারক সিং। সেখানে ছিলেন পুরসভার নিকাশি বিভাগের ডিজি সহ অন্যান্য আধিকারিকরা। জল কোথায় কোথায় দাঁড়িয়ে রয়েছে সেগুলো মূলত আলোচনা সেরে নেন। এই পাম্পিং স্টেশনের মাধ্যমে উত্তর এবং মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশের জল নিষ্কাশিত হয়ে থাকে। মোট চারটি পাম্পের মধ্যে তিনটি পাম্প চলছে, একটি পাম্প মেরামতির জন্য বন্ধ রয়েছে। পাম্পগুলি দিয়ে যে খাল দিয়ে জল নিষ্কাশিত হয়, সেখানকার অবস্থা এবং জল নিষ্কাশনের বিষয়টি তিনি খতিয়ে দেখেন।

