Kolkata Metro: দুর্গাপুজোয় মেট্রোয় কেমন ভিড় হয়েছিল? চমকে দিল তথ্য
Kolkata Metro passenger count: পুজোর এই দিনগুলিতে মেট্রো স্টেশনে টিকিটের লম্বা লাইন পড়েছিল। সেই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা এড়াতে বহু মানুষ আমার কলকাতা মেট্রো অ্যাপে টিকিট কেটেছেন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৫.০১ লক্ষের বেশি যাত্রী এই অ্যাপের মাধ্যমে টিকিট কেটেছেন।

কলকাতা: পুজোর কয়েকদিন তিল ধারণের জায়গা ছিল না বিভিন্ন মেট্রো স্টেশনে। বিভিন্ন পুজো মণ্ডপে যাওয়ার জন্য মেট্রোকেই বেছে নিয়েছিলেন বহু দর্শনার্থী। পুজোর কয়েকদিন মেট্রোতে কত যাত্রী হয়েছিল? সেই সংখ্যাই জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। একইসঙ্গে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু সেপ্টেম্বরে ৮০ হাজারের বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে।
পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কত যাত্রী হয়েছে মেট্রোয়?
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সব লাইন মিলিয়ে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৪৬ লক্ষ ৫৬ হাজারের বেশি যাত্রী মেট্রোতে চড়েছেন। আর এই কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয়েছে কালীঘাট মেট্রো স্টেশনে। ওই মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যা ছিল ৪.০৬ লক্ষের বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে দমদম মেট্রো স্টেশন। সেখানে ৩.৯৫ লক্ষের বেশি যাত্রী হয়েছে। পুজোর এই কয়েকদিনের ভিড়ের দিক থেকে শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশন তৃতীয় স্থানে রয়েছে। এখানে যাত্রী সংখ্যা ২.৮৮ লক্ষের বেশি।
শিয়ালদহ মেট্রো স্টেশনে পুজোর দিনগুলিতে যাত্রী হয়েছে ২.৬৮ লক্ষের বেশি। অন্যদিকে হাওড়া মেট্রো স্টেশনে ২.৬৫ লক্ষের বেশি যাত্রী হয়েছে ওই কয়েকদিনে। মেট্রো কর্তৃপক্ষ বলছে, শহরতলির মানুষ পুজো মণ্ডপে যাওয়ার জন্য যে মেট্রোকেই বেছে নিয়েছেন, এই দুটি মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যাতেই তা প্রমাণিত।
পুজোর এই দিনগুলিতে মেট্রো স্টেশনে টিকিটের লম্বা লাইন পড়েছিল। সেই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা এড়াতে বহু মানুষ আমার কলকাতা মেট্রো অ্যাপে টিকিট কেটেছেন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৫.০১ লক্ষের বেশি যাত্রী এই অ্যাপের মাধ্যমে টিকিট কেটেছেন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বরে ৮০ হাজারের বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। অগস্টে যে সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি।
