Kolkata Metro: লক্ষ্মী পুজোর দিন কম চলবে মেট্রো, কোন রুটে কত পরিষেবা? জানুন
মেট্রো রেল সূত্রে খবর, কলকাতা মেট্রোর ব্লু লাইনে মোট ২৩৬টি পরিষেবা চালানো হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সাধারণ দিনে যেখানে ২৭২টি মেট্রো ট্রেন চলে, সেখানে পুজোর দিনে কিছুটা কমিয়ে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। ব্লু লাইনে ওই দিন ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন পরিষেবা চলবে।

কলকাতা: সোমবার ভোগান্তিতে পড়তে পারেন অফিস যাত্রীরা। কারণ, লক্ষ্মীপুজোর দিন ব্লু লাইনে ৩৬টি পরিষেবা কম চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ওই দিন লক্ষ্মীপুজো রয়েছে, সেই কারণে সাধারণ দিনের তুলনায় কম মেট্রো চলবে। যদিও, তাতে যাত্রীদের তেমন অসুবিধা হবে না বলেও জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রো রেল সূত্রে খবর, কলকাতা মেট্রোর ব্লু লাইনে মোট ২৩৬টি পরিষেবা চালানো হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সাধারণ দিনে যেখানে ২৭২টি মেট্রো ট্রেন চলে, সেখানে পুজোর দিনে কিছুটা কমিয়ে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। ব্লু লাইনে ওই দিন ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন পরিষেবা চলবে। যদিও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন থাকবে না,জানিয়েছে মেট্রো রেল।
প্রথম মেট্রো পরিষেবা কখন শুরু হবে?
সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত এই ট্রেন চলবে
সকাল ৬টা ৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে
সকাল ৬টা ৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চলবে
সকাল ৬টা ৫৫ মিনিটে মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে
শেষ মেট্রো পরিষেবা
রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত
রাত ৯টা ৩৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্ব পর্যন্ত
রাত ৯:৪৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত
তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই দিন গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে।
মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, “লক্ষ্মীপুজোর দিন যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম থাকে। সেই কারণে ব্লু লাইনে পরিষেবা সামান্য কমানো হলেও যাত্রীদের যাতায়াতে কোনও অসুবিধা হবে না।” পুজোর আমেজে যাতে শহরবাসীর যাতায়াত নির্বিঘ্ন থাকে, তার জন্যই এই বিশেষ সময়সূচি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে মেট্রো সূত্রে। বস্তুত, সরকারি অফিসগুলি এখনও বন্ধ রয়েছে। তবে বেসরকারি অফিসগুলি এখনও খোলা। সেই সকল যাত্রীরা অসুবিধায় পড়লেও পড়তে পারেন।
