Durga Puja 2025: দুর্গাপুজোয় মেট্রো চেপে ঠাকুর দেখার প্ল্যান? এই কার্ড থাকলেই আনলিমিটেড যাতায়াত
Kolkata Metro: পুজোর দশদিন আগেই ভিড় যে ক্রমশ বাড়ছে তা মেট্রোর পরিসংখ্যানেই স্পষ্ট। ১৫ সেপ্টেম্বরের তথ্য বলছে ওই দিন মেট্রোয় সফর করেছেন ৭.৮৩ লক্ষ যাত্রী। ১৪ তারিখ রবিবার মেট্রো চড়েছেন ৩.৯ লক্ষ যাত্রী। ওইদিন সিংহভাগ অফিস বন্ধ থাকে বলে ভিড় কিছুটা কম হয়েছে বলেই মনে করা হচ্ছে।

কলকাতা: দুর্গাপুজোয় মেট্রো চেপে ঠাকুর দেখার জন্য নয়া স্মার্ট কার্ড আনল কলকাতা মেট্রো। ৩ দিন এবং ৫ দিনের জন্য এই কার্ডকে ভাগ করা হয়েছে। দিতে হবে ২৫০ টাকা এবং ৫৫০ টাকা। আনলিমিটেড যাতায়াত করতে পারবেন এই কার্ড নিয়ে। এদিকে গত বছর এই সময় মেট্রোয় প্রায় ৯ লক্ষ যাত্রী হয়েছিল। এবার মেট্রো পরিষেবা বৃদ্ধি হওয়ায় তা ১২ লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।
অন্যদিকে সদ্য একাধিক রুটে নতুন মেট্রো সার্ভিস চালু হয়েছে। এর মধ্যে ব্যাপক ভিড় হচ্ছে হাওড়া-ময়দান সেক্টর ফাইভ রুটে। মেট্রোর আয়ও হচ্ছে ভালই। তবে পুজো সব রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশাবাদী মেট্রো। অন্যদিকে সাধারণ দিনের থেকে পুজোয় রাতভর চলে অতিরিক্ত মেট্রো। ফলে স্বভাবতই যাত্রী সংখ্যা যে বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না।
কোন কোন দিন কত ভিড়?
এদিকে পুজোর দশদিন আগেই ভিড় যে ক্রমশ বাড়ছে তা মেট্রোর পরিসংখ্যানেই স্পষ্ট। ১৫ সেপ্টেম্বরের তথ্য বলছে ওই দিন মেট্রোয় সফর করেছেন ৭.৮৩ লক্ষ যাত্রী। ১৪ তারিখ রবিবার মেট্রো চড়েছেন ৩.৯ লক্ষ যাত্রী। ওইদিন সিংহভাগ অফিস বন্ধ থাকে বলে ভিড় কিছুটা কম হয়েছে বলেই মনে করা হচ্ছে। ১২ তারিখে আবার মেট্রো চড়েছিলেন ৭.৯৫ লক্ষ যাত্রী। ১১ তারিখ মেট্রো চেপেছিলেন ৭.৬৭ লক্ষ যাত্রী। পুজো যত এগিয়ে আসবে ভিড় যে ততই বাড়তে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। এই ভিড়ে কাউন্টারে দাঁড়িয়ে যাতে সমস্যা না তৈরি হয়, তার জন্যই এখন নয়া স্মার্ট কার্ডের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
