AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: বাঙালি অস্মিতায় শান! বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কলকাতা পুরসভা

Firhad Hakim on Bengali Language: কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্টতই জানিয়েছেন, প্রতিটি রাজ্যে নিজ নিজ ভাষাকে গুরুত্ব দেওয়া হয়। এবার সেই একইপথে হাঁটবে বাংলাও। মেয়রের সাফ কথা, পশ্চিমবঙ্গে সর্বাধিক গুরুত্ব পাবে বাংলা ভাষাই।

Firhad Hakim: বাঙালি অস্মিতায় শান! বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কলকাতা পুরসভা
ফিরহাদ হাকিম, কলকাতার মেয়রImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 12, 2025 | 6:44 PM
Share

কলকাতা: নতুন মোড়কে বাঙালি অস্মিতায় শান। বাংলায় বাংলা ভাষাকে গুরুত্ব দিতে এবার আরও একধাপ এগিয়ে সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এবার থেকে কলকাতা পুরসভার তরফে বিল্ডিং প্ল্যানের অনুমোদিত নকশা মিলবে বাংলায়। কলকাতা পুরসভার টক টু মেয়রের সাংবাদিক বৈঠকের শুরুতেই জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। এদিন বাংলা ভাষায় অনুমোদিত বিল্ডিং প্ল্যানের নকশা সাংবাদিক বৈঠকের মাঝে প্রকাশ্যে আনা হল। 

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্টতই জানিয়েছেন, প্রতিটি রাজ্যে নিজ নিজ ভাষাকে গুরুত্ব দেওয়া হয়। এবার সেই একইপথে হাঁটবে বাংলাও। মেয়রের সাফ কথা, পশ্চিমবঙ্গে সর্বাধিক গুরুত্ব পাবে বাংলা ভাষাই। এদিন ফের মেয়রের মুখে শোনা গেল বাঙালি অস্মিতার কথা। তবে তাই বলে যে অন্য ভাষা কোনওভাবেই ব্রাত্য হবে না সে কথাও জোরালভাবে জানিয়ে দেন। 

সাংবাদিক বৈঠকের শুরুতেই ফিরহাদ বলেন, “আমাদের রাজ্যেও আমরা বাংলা ভাষাকে সর্বাধিক গুরুত্ব দেব। বাংলার অস্মিতাকে সবদিক থেকে আমরা এখন গুরুত্ব দিচ্ছি। তাই কলকাতার মানুষ যখনই বাংলা ভাষায় বিল্ডিং প্ল্যানের নকশা চাইবেন, সেটা তাঁরা পাবেন।” এরপরেই তাঁর সংযোজন, “যদিও অন্য ভাষায় নকশা থাকবে। যদিও অন্য ভাষায় কেউ যদি নকশা চাইবেন, তাহলে সেক্ষেত্রেও তিনি পাবেন। এই ব্যাপারে কোনও সমস্যা হবে না। তবে অনুমোদিত বিল্ডিং প্ল্যানের নকশা আগামী দিন থেকে বাংলা ভাষায় বেশি দেওয়ার ব্যাপারে আমরা গুরুত্ব দেব।”