Winter Update: মরশুমে প্রথমবার কুড়ির নীচে কলকাতার পারদ, প্রথম ইনিংসেই কাঁপুনি ধরাচ্ছে পুরুলিয়া

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Nov 16, 2024 | 10:06 AM

Winter Update: উত্তরবঙ্গের দুই জেলায় সকাল থেকেই দেখা যাচ্ছে ঘন কুয়াশার দাপট। মালদা ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে। শনিবারের পাশাপাশি রবিবারও বিহার সংলগ্ন এই দুই জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে।

Winter Update: মরশুমে প্রথমবার কুড়ির নীচে কলকাতার পারদ, প্রথম ইনিংসেই কাঁপুনি ধরাচ্ছে পুরুলিয়া
সকাল থেকেই কুঁয়াশার দাপট
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: উত্তুরে হাওয়ায় ঠান্ডা আমেজ বাংলায়। রাজ্যজুড়ে শীতের আমেজ। মরশুমে প্রথমবার কুড়ির নীচে কলকাতার পারদ। ১৯.৩ ডিগ্রিতে নামল আলিপুরের তাপমাত্রা। জানাচ্ছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলে ১৪-১৫ ডিগ্রির ঘরে পারদ। তবে এখনই পুরোপুরি শীত আসতে ঢের দেরি। মাঝ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীতের আশা নেই বলেই মনে করেছেন আবহাওয়া দফতরের কর্তারা। পুরুলিয়ার পারদ নেমে গেল ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের দুই জেলায় সকাল থেকেই দেখা যাচ্ছে ঘন কুয়াশার দাপট। মালদা ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে। শনিবারের পাশাপাশি রবিবারও বিহার সংলগ্ন এই দুই জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি কুয়াশা। সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশার দেখা মিলছে। মাঝারি কুয়াশা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। আগামী ৭দিন একইরকম থাকতে পারে আবহাওয়া। তবে আপাতত বৃষ্টির কোনও পূর্বভাস নেই।

গত ২৪ ঘণ্টায় পুরুলিয়াতে ১৪ ডিগ্রির ঘরে ছিল পারদ। হাওয়া অফিস বলছে আগামী দু থেকে তিন দিনে আরও কিছুটা নামবে পারা। আর সবটাই হচ্ছে উত্তরে হাওয়ার কারণে। এদিন ভোর-সকালের দিকে উনিশের ঘরে নেমে যায় কলকাতার পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পারাপতন দেখা যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৩৯ থেকে ৯৩ শতাংশের আশপাশে। 

এই খবরটিও পড়ুন

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article