Kunal Ghosh On Buddhadeb Bhattacharjee: সঠিক ভাবনা, ভুল পদ্ধতির ট্র্যাজিক নায়ক বুদ্ধদেব ভট্টাচার্য: কুণাল
Kunal Ghosh On Buddhadeb Bhattacharjee: কুণাল নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "রাজনৈতিক বিরোধিতা থাকলেও সাংবাদিক হিসাবে তাঁর যে স্নেহ, সহযোগিতা পেয়েছি, তা ভরা থাকবে স্মৃতিসুধায়। সঠিক ভাবনা, ভুল পদ্ধতির এক ট্র্যাজিক নায়ক হিসাবে ইতিহাসের পাতায় থাকবেন তিনি। প্রণাম তাঁকে।" পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন কুণাল।
কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা। স্মৃতিচারণা করছেন একের পর রাজনৈতিক ব্যক্তিত্ব। বৃহস্পতিবার খবর পাওয়ার পরই নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে সঙ্গে থাকা ছবি পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। স্মৃতিচারণাও করেন তিনি।
কুণাল নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “রাজনৈতিক বিরোধিতা থাকলেও সাংবাদিক হিসাবে তাঁর যে স্নেহ, সহযোগিতা পেয়েছি, তা ভরা থাকবে স্মৃতিসুধায়। সঠিক ভাবনা, ভুল পদ্ধতির এক ট্র্যাজিক নায়ক হিসাবে ইতিহাসের পাতায় থাকবেন তিনি। প্রণাম তাঁকে।” পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন কুণাল।
আজ সকাল ৮টা কুড়ি নাগাদ প্রয়াত হন বুদ্ধবাবু। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে
শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। রেখে গেলেন স্ত্রী ও এক সন্তানকে। বুধবার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, বৃহস্পতিবার সকালে এল মৃত্যুসংবাদ। দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবন। প্রথমে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। এরপর ১৯৮৭ সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। ২০১১ সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধবাবু।