Kunal on Dev: দেবের দর্শন হচ্ছে আমি সবার কাছে ভাল: কুণাল ঘোষ
Kunal on Dev: দেবকে শুধু চিটিংবাজ বলেই থেমে থাকেননি শুভেন্দু। সংসদে দেবের দেবের সবথেকে কম উপস্থিতি নিয়ে সুর চড়িয়ে বলেছিলেন, “ইনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ। হাঁটু ছেঁড়া জিন্স পরে টুপি পরাতে আসেন।”

কলকাতা ও ঘাটাল: ঘাটাল থেকে এদিনই দেবকে ‘চিটিংবাজ’ বলে তুলোধনা করতে দেখা গিয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কুণাল ঘোষ বললেন, “শুভেন্দু দেবকে গালাগালি করেছে বলে আমি শুভেন্দুকে গালাগালি করব এটা আমি করতে পারব না। কারণ দেব এতে বিশ্বাস করে না।” গল্প এখানেই শেষ নয়, সঙ্গে বুঝিয়ে দিলেন ‘দেব-দর্শনও’। কিন্তু, দেবকে শুধু চিটিংবাজ বলেই থেমে থাকেননি শুভেন্দু। সংসদে দেবের দেবের সবথেকে কম উপস্থিতি নিয়ে সুর চড়িয়ে বলেছিলেন, “ইনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ। হাঁটু ছেঁড়া জিন্স পরে টুপি পরাতে আসেন।” এ নিয়ে যখন চাপানউতোর চলছে পুরোদমে তখন কুণাল বললেন, দেব নাকি ‘মহামানব শিশু’।
এদিন একাধিক ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠকে বসেছিলেন কুণাল ঘোষ। সেখানেই নানা বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দেবের প্রসঙ্গ উঠতেই কুণাল অকপটেই বললেন, “দেবকে যত খারাপ কথাই বলে থাকুক শুভেন্দু অধিকারী, ও হচ্ছে মহামানব শিশু। মেরেছ কলসির কানা, তা বলে কী প্রেম দেব না! দেব এই নীতিতে বিশ্বাসী।”
এখানেই শেষ নয়, সমালোচনার ধার দফায় দফায় বেশ খানিকটা বাড়িয়েও ফেলেন কুণাল। খানিক খোঁচা দিয়েই বলেন, “দেবকে কখনও কাউকে খারাপ বলতে দেখেছেন? ওর দর্শনটাই আলাদা। ওর দর্শনটা হচ্ছে আমি সবার কাছে ভাল। এই যেমন মিঠুনদা কখনও তৃণমূলকে আক্রমণ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কিন্তু কখনও দেখেছেন দেব উত্তর দিয়েছে? তাই দেবকে যখন কেউ খারাপ বলেছে আমি তার উত্তর দিতে যাব না। শুভেন্দু দেবকে গালাগালি করেছে বলে আমি শুভেন্দুকে গালাগালি করব এটা আমি করতে পারব না। কারণ দেব এতে বিশ্বাস করে না।”
