AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Joint Exam Results: ঝুলে থাকল হাজার-হাজার পড়ুয়ার ভাগ্য? সম্ভবত আজ ফল প্রকাশ হচ্ছে না জয়েন্টের রেজাল্ট

West Bengal Joint Exam Results: আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটি মামলা রয়েছে। সেই মামলার শুনানি হতে পারে সকাল সাড়ে দশটা নাগাদ। সেই কারণেই আপতত ফলপ্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে।

West Bengal Joint Exam Results: ঝুলে থাকল হাজার-হাজার পড়ুয়ার ভাগ্য? সম্ভবত আজ ফল প্রকাশ হচ্ছে না জয়েন্টের রেজাল্ট
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Aug 07, 2025 | 10:15 AM
Share

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এট্রান্সের ফল ৭ অগস্ট ঘোষণা হবে বলে জানানো হয়েছিল। সেই ফল প্রকাশ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।‌ তবে জানা যাচ্ছে, সম্ভবত বৃহস্পতিবার ফলপ্রকাশ হচ্ছে না রাজ‍্য জয়েন্টের। ঘোষণা করেও ফলপ্রকাশ থেকে বিরত থাকছে বোর্ড।

আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটি মামলা রয়েছে। সেই মামলার শুনানি হতে পারে সকাল সাড়ে দশটা নাগাদ। তাই আপতত ফলপ্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে। মূলত, এই মামলার পর শিক্ষাদফতর কী নির্দেশ দেয় তার উপর ভিত্তি করেই ফল ঘোষণার দিন ঠিক করা হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য়, পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলায় গত ২৮ জুলাই হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ ছিল রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করতে হবে। তবে সুপ্রিম কোর্ট কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দিতেই নির্দেশনামা নিয়ে ওবিসি সংরক্ষণ বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেয় উচ্চ-শিক্ষাদফতর। তারপর তা পাঠানো হয় জয়েন্ট বোর্ডকে। কিন্তু হাইকোর্টে এই সংক্রান্ত মামলা ঝুলে থাকায় তৈরি হল অনিশ্চয়তা। আর আজ শুধু জয়েন্ট নয়, এদিন কলেজের স্নাতকস্তরে ভর্তির মেধাতালিকাও প্রকাশের কথা। এখন দেখার সেই তালিকা এদিন প্রকাশ হয় কি না।