AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaligunj Bypoll: কালীগঞ্জ উপভোট নিয়ে বড় সিদ্ধান্ত বামেদের, অন্দরে রয়ে গেল অস্বস্তিও

Left Front: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকেই এই আসন খালি। আগামী ১৯ জুন সেই কেন্দ্রে হবে উপনির্বাচন।

Kaligunj Bypoll: কালীগঞ্জ উপভোট নিয়ে বড় সিদ্ধান্ত বামেদের, অন্দরে রয়ে গেল অস্বস্তিও
| Edited By: | Updated on: May 31, 2025 | 6:57 AM
Share

কলকাতা: রাজ্যে ফের একটা উপ নির্বাচন আসন্ন। ২০২৬-এর নির্বাচনের যখন খুব বেশি দেরী নেই, তখন এই ভোট যে বাংলার রাজনৈতিক মহলে কাছে গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য। শাসকদলের হাতে থাকা শক্ত জমি নাড়িয়ে দিতে পিছপা হচ্ছেন না বিরোধীরা। জল্পনা ছিল আগেই। অবশেষে কালীগঞ্জের উপ নির্বাচনে বাম-কংগ্রেস জোটের খবর এল প্রকাশ্যে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকেই এই আসন খালি। আগামী ১৯ জুন সেই কেন্দ্রে হবে উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। প্রয়াত নাসিরউদ্দিনের মেয়ে আলিফা আহমেদের উপর ভরসা রেখেছে শাসক দল। শোনা যাচ্ছে, প্রার্থী হিসেবে নতুন হলেও রাজনীতির সঙ্গে অনেকদিনের পরিচয় আলিফার। সেই কেন্দ্রেই এবার বাম ও কংগ্রেস জোট।

শুক্রবার বামফ্রন্টের বৈঠকে জোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে বামেরা। তবে অস্বস্তি কাটেনি বামেদের অন্দরে। কারণ, এদিনের বৈঠকে ওই আসন ছাড়া নিয়ে আপত্তি না করলেও ২০২৬ সালে ওই আসনে তাঁরা লড়তে চান বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আরএসপি নেতা তপন হোড়। শরিক দলের নেতা হিসেবে বৈঠকে তিনি জানিয়েছেন উপভোট বলেই এবার তাঁরা কংগ্রেসকে সমর্থন করছেন। কিন্তু ২০২৬ সালে ওই আসনে তাঁরাই লড়তে চান।

ওই আসনটিতে দীর্ঘকাল ধরে লড়াই করে আসছে আরএসপি। যদিও ২০১৬ আর ২০২১ সালে ওই আসনে কংগ্রেস লড়েছিল। ২০১৬ সালে জিতেও ছিল কংগ্রেস।