Locket Chatterjee: স্মৃতির ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার ভিডিয়ো পোস্ট TMC মুখপাত্রর, ‘নারীবিদ্বেষ’ নিয়ে পাল্টা তোপ লকেটের
Pathaan Controversy: শুক্রবার তৃণমূল মুখপাত্র রিজু দত্ত নিজের টুইটার হ্যান্ডেলে ১৯৯৮ সালের মিস ইন্ডিয়ায় স্মৃতি ইরানির একটি ভিডিয়ো শেয়ার করেছেন। আর এই নিয়েই কড়া ভাষায় প্রতি আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
কলকাতা: শাহরুখ-দীপিকা (Shahrukh-Deepika) অভিনীত নতুন ছবি ‘পাঠান’-এর (Pathaan Controversy) একটি গানের দৃশ্য ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে। গানের একটি দৃশ্যে গেরুয়া রঙের বিকিনিতে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে। আর এই নিয়েই জোর বিতর্ক শুরু হয়েছে। বয়কটের দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে শাহরুখ খানও এই বিতর্কের বিষয়ে উষ্মাপ্রকাশ করেছেন। এই বিতর্কের মধ্যেই শুক্রবার তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত নিজের টুইটার হ্যান্ডেলে ১৯৯৮ সালের মিস ইন্ডিয়ায় স্মৃতি ইরানির একটি ভিডিয়ো শেয়ার করেছেন। আর এই নিয়েই কড়া ভাষায় প্রতি আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
টুইটারে কড়া ভাষায় লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এই ধরনের নারীবিদ্বেষী মানসিকতার ব্যক্তিকে তৃণমূলের মুখপাত্র করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার। এই ব্যক্তির মহিলাদের প্রতি কিংবা মহিলাদের নিজেদের জীবন বেছে নেওয়ার প্রতি কোনও সম্মান নেই। মহিলাদের উপর অপরাধ বাড়ার জন্য এই ধরনের লোকেরাই দায়ী।”
Shame on Mamata Banerjee for appointing such misogynist men as TMC’s national spokesperson. He has no respect for women and the choices they make in life. They resent successful women and their rise. Men like him are responsible for rising crime against women. https://t.co/56WntLxKgb
— Locket Chatterjee (@me_locket) December 16, 2022
উল্লেখ্য, পাঠান বিতর্ক নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় ‘সংকীর্ণ মানসিকতার’ প্রতিফলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আর এরই মধ্যে তৃণমূল মুখপাত্রর টুইটার হ্যান্ডেল থেকে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির অতীতের একটি ভিডিয়ো পোস্ট ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি স্বাভাবিকভাবেই ভাল চোখে দেখছে না বিজেপি শিবির। বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ লকেট চট্টোপাধ্যায় পাল্টা দিয়েছেন তৃণমূল মুখপাত্রকে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন বিষয়টি নিয়ে।
বিষয়টি নিয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আবার পাল্টা দিয়েছেন তৃণমূল মুখপাত্র ঋজু। টিভি নাইন বাংলাকে তিনি জানিয়েছেন, “আমি লকেটদেবীকে একটাই কথা বলতে চাই। আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। মহিলাদের ক্ষমতায়নের সংজ্ঞা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মহিলাদের যথেষ্ট সম্মান করি। সেই কারণে বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, পঞ্চায়েত সবচেয়ে বেশি মহিলা প্রতিনিধি রয়েছে তৃণমূল কংগ্রেসের।”
সঙ্গে তাঁর আরও সংযোজন, “গেরুয়া রঙ বিজেপির একার সম্পত্তি নয়। স্মৃতি ইরানি সংক্রান্ত ওই টুইটটি নিয়ে যদি মনে করা হয় মহিলাদের অপমান হয়েছে, তাহলে নরোত্তম মিশ্র, শিবরাজ সিং চৌহান, প্রজ্ঞা ঠাকুরদেরও উচিত কান ধরে দীপিকা পাডুকোনের কাছে ক্ষমা চাওয়া। একজন মহিলা কী পরবেন, কী খাবেন, সেটি ঠিক করা তাঁর নিজের অধিকার। একজনকে আপনারা অপমান করছেন, আর একজন যেহেতু আপনার দলের সদস্য, তাই তাঁকে কিছু বলা যাবে না… আমি শুধু আপনাদের আয়নাটা দেখালাম।”