প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্য জুড়ে ভূরি ভূরি অভিযোগ। কেউ বলছেন, রাজনৈতিক প্রভাবশালী বা তাঁদের ঘনিষ্ঠ হলেই ওই যোজনায় ঘর পাওয়া যাচ্ছে। আবার কেউ নিজে থেকেই বিডিও-র কাছে গিয়ে বলছেন নাম কেটে দিতে। সম্প্রতি নবান্নের নির্দেশে শুরু হয়েছে সমীক্ষা। সত্যিকারের যোগ্যরা ঘর পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখছেন সরকারি আধিকারিকরা।
বাড়িতে পাকা ছাদ বা পাকা দেওয়াল থাকলে, বাড়িতে দুটির বেশির ঘর থাকলে।
ওই পরিবার আগে যদি রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কোনও আবাস যোজনার সুবিধা পেয়ে থাকে।
বাড়িতে কৃষিকাজের যন্ত্র বা মোটর চালিত নৌকা থাকলে।
কিসান ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫০ হাজার টাকা বা তার বেশি ঋণের সুবিধা পেয়ে থাকলে।
যদি পরিবারের কোনও সদস্যের আয় হয় ১০ হাজার টাকা বা তার বেশি, পরিবারের একজন যদি সরকারি চাকরিজীবী হন।
পরিবারের সদস্য যদি আয়করের আওতায় পড়েন।
বাড়িতে যদি নিজের ফ্রিজ ও ল্যান্ড ফোন থেকে থাকে।
বাড়ির মালিকের যদি দুটি বা তার বেশি চাষযোগ্য জমি থাকে, যা ৫ একর বা তার বেশি হয়।
যদি একটি জমি থাকে, যা সাড়ে ৭ একর বা তার বেশি, সঙ্গে একটি সেচযন্ত্র থাকে।