Christmas 2022: বড়দিনের শহরে মদ্যপান করে গাড়ি চালানো রুখতে কী ব্যবস্থা? যা জানালেন পুলিশ কমিশনার…
Kolkata Police: পুলিশ কমিশনার বিনীত গোয়েল আশ্বস্ত করে জানাচ্ছেন, "সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেব। পাশাপাশি রাস্তাও যাতে নিরাপদ থাকে, সেই ব্যবস্থাও নেওয়া হবে।"
কলকাতা: সামনেই ২৫ ডিসেম্বর। বড়দিন (Christmas 2022)। কলকাতার রাস্তায় বিশেষ করে পার্ক স্ট্রিট চত্বরে এই সময়ে উপচে পড়ে মানুষের ভিড়। সেসব সামাল দিতে এবার কতটা প্রস্তুত কলকাতা পুলিশ (Kolkata Police)? নগরপাল বিনীত গোয়েল জানাচ্ছেন, নাগরিকদের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার জন্য সবরকমভাবে তৎপর পুলিশ প্রশাসন। উল্লেখ্য, মদ্যপান করে গাড়ি চালানো রুখতে ইতিমধ্যেই কড়াকড়ি করেছে পুলিশ। শহর ও শহরতলির বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের মরশুমে এমন মদ্যমান করে গাড়ি চালানোর ঘটনা যদি আবার বেড়ে যায়? এমন আশঙ্কা অনেক শহরবাসীই করছেন। যদিও পুলিশ কমিশনার বিনীত গোয়েল আশ্বস্ত করে জানাচ্ছেন, “সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেব। পাশাপাশি রাস্তাও যাতে নিরাপদ থাকে, সেই ব্যবস্থাও নেওয়া হবে।”
প্রসঙ্গত, শুক্রবার কলকাতা পুলিশের তরফে আয়োজিত ফ্রেন্ডশিপ কাপের ফাইনাল ম্যাচ ছিল বডিগার্ড লাইনের মাঠে। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং বিভিন্ন প্রাক্তন ফুটবলাররা। সেই খেলা দেখে ফেরার পথে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বড়দিনের জন্য প্রস্তুতির কথা শোনালেন নগরপাল বিনীত গোয়েল। পাশাপাশি মা উড়ালপুলে দুর্ঘটনার বিষয়েও প্রশ্ন করা হয়েছিল তাঁকে। জবাবে কমিশনার বললেন, “ছোট-খাটো কোনও দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু আমরা পর্যাপ্ত পুলিশকর্মী সেখানে মোতায়েন করে রেখেছি। আপনাদের নজরে নিশ্চয়ই এসেছে। যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখার জন্যও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। উড়ালপুলের উপর তো আর নাকা থাকতে পারে না। তবে পথ দুর্ঘটনার সংখ্যা কমেছে এবং মৃত্যুও কমেছে।”
উল্লেখ্য, সম্প্রতি রাতের শহরে পুলিশের তরফে নজরদারি আরও বাড়ানো হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মদ্যপান করে গাড়ি চালানো বন্ধ করতে বিশেষ যন্ত্র নিয়ে চেকিংও চলছে রাস্তায় রাস্তায়। এখন দেখার বড়দিনের শহরে কলকাতা পুলিশের তরফে আরও কী কী ব্যবস্থা নেওয়া হয়।