Bengal BJP: কোথায় কে হবে প্রার্থী, বিজেপির মাথায় ঘুরছে ক্যাটেগরি এ, বি, সি…

Bengal BJP: বিজেপির রাজ্য ইলেকশন কমিটির প্রথম বৈঠক হয়ে গেল। সূত্র মারফত জানা যাচ্ছে, ওই বৈঠকে মূলত আলোচনা হয়েছে প্রার্থীর নাম নিয়েও। জানা যাচ্ছে, প্রতিটি আসনের জন্য চার জন করে সম্ভব্য প্রার্থীর নাম জমা পড়েছে। তবে এখনও বেশ কিছু আসনে সম্ভব্য প্রার্থীর নাম জমা পড়া বাকি রয়েছে বলেও খবর।

Bengal BJP: কোথায় কে হবে প্রার্থী, বিজেপির মাথায় ঘুরছে ক্যাটেগরি এ, বি, সি...
বঙ্গ বিজেপির রথী-মহারথীরা Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2024 | 9:14 PM

কলকাতা: লোকসভা ভোটের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও, তবে বাংলার আকাশে-বাতাসে এখন ভোটের হাওয়া। দলগুলির মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তৈরি হচ্ছে নীল নকশা। কোথায় কাকে প্রার্থী করা হবে, তা নিয়েও চলছে কাটাছেঁড়া। এসবের মধ্যেই বিজেপির রাজ্য ইলেকশন কমিটির প্রথম বৈঠক হয়ে গেল। সূত্র মারফত জানা যাচ্ছে, ওই বৈঠকে মূলত আলোচনা হয়েছে প্রার্থীর নাম নিয়েও। জানা যাচ্ছে, প্রতিটি আসনের জন্য চার জন করে সম্ভব্য প্রার্থীর নাম জমা পড়েছে। তবে এখনও বেশ কিছু আসনে সম্ভব্য প্রার্থীর নাম জমা পড়া বাকি রয়েছে বলেও খবর।

সূত্র মারফত জানা যাচ্ছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে আসনের ক্যাটেগরিও। কীরকম সেই ক্যাটেগরি? সূত্রের খবর, বাংলার আসনগুলিকে প্রাথমিকভাবে তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটেগরি ‘এ’, ক্যাটেগরি ‘বি’ এবং ক্যাটেগরি ‘সি’। মূলত সংশ্লিষ্ট এলাকায় সাংগঠনিক শক্তির উপর ভিত্তি করে এই ক্যাটেগরিগুলি করা হয়েছে। ক্যাটেগরি ‘এ’ হল, যে আসনগুলিতে জয়ের সম্ভাবনা খুব বেশি। ক্যাটেগরি ‘বি’ মানে যে আসনগুলিতে ভোট ময়দানে কাঁটায় কাঁটায় লড়াই হতে পারে বলে মনে করছে দল। অর্থাৎ, যে আসনগুলিতে জয়ের সম্ভাবনা ৫০-৫০। আর ক্যাটেগরি ‘সি’ বলতে বোঝাচ্ছে, যে আসনগুলিতে জয়ের সম্ভাবনা বেশ কম।

সূত্রের খবর, কোন আসনে কাকে সম্ভব্য প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে, তা নির্ভর করছে এই ক্যাটেগরিগুলির উপরেই। যদিও এখনও বেশ কিছু আসনের সম্ভব্য প্রার্থীদের নাম আসা বাকি রয়েছে। সব দিক বিবেচনা করে, কোথায় কেমন শক্তি, সব যাচাই করে লোকসভার ভোট ময়দানে ঝাঁপাতে চাইছে বিজেপি শিবির।