Krishnanagar: সব দলেরই ‘বাজি’ কৃষ্ণনগর, ৭২ ঘণ্টার ব্যবধানে প্রচারে আসছেন মোদী-শাহ

Loksabha Election: ২০২৪ সালের লোকসভা ভোটে রাজ্যের ৪২ আসনের মধ্যে অন্যতম 'হেভিওয়েট' কেন্দ্র কৃষ্ণনগর। শুধু রাজ্যের নিরিখেই নয়, গোটা দেশের নিরিখেও এবার কৃষ্ণনগর কেন্দ্রটি তাৎপর্যপূর্ণ। এ কেন্দ্রের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। ভোট ঘোষণা হয়ে যাওয়া মানে, সেই কেন্দ্রের নির্বাচিত প্রতিনিধিকে 'বিদায়ী' তকমা দেওয়া হয়। রাজ্যে তো বটেই, গোটা দেশে কৃষ্ণনগরই একমাত্র কেন্দ্র যেখানে এই বিদায়ী তকমাটি আক্ষরিক অর্থে খাটছে না।

Krishnanagar: সব দলেরই 'বাজি' কৃষ্ণনগর, ৭২ ঘণ্টার ব্যবধানে প্রচারে আসছেন মোদী-শাহ
অমৃতা রায় ও মহুয়া মৈত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2024 | 8:57 PM

কলকাতা: বাহাত্তর ঘণ্টার ব্যবধানে কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার শাসক-বিরোধী সমস্ত শিবিরেরই পাখির চোখ এই কেন্দ্র। আগামী ৩ মে কৃষ্ণনগরে সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দলীয় প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে সভা করবেন তিনি। নদিয়া উত্তর বিজেপির সাংগঠনিক জেলার আয়োজিত ওই সভা হওয়ার কথা তেহট্ট শ্যামনগর ফুটবল প্লে-গ্রাউন্ডে। অন্যদিকে ৩০ এপ্রিল কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

২০২৪ সালের লোকসভা ভোটে রাজ্যের ৪২ আসনের মধ্যে অন্যতম ‘হেভিওয়েট’ কেন্দ্র কৃষ্ণনগর। শুধু রাজ্যের নিরিখেই নয়, গোটা দেশের নিরিখেও এবার কৃষ্ণনগর কেন্দ্রটি তাৎপর্যপূর্ণ। এ কেন্দ্রের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। ভোট ঘোষণা হয়ে যাওয়া মানে, সেই কেন্দ্রের নির্বাচিত প্রতিনিধিকে ‘বিদায়ী’ তকমা দেওয়া হয়। রাজ্যে তো বটেই, গোটা দেশে কৃষ্ণনগরই একমাত্র কেন্দ্র যেখানে এই বিদায়ী তকমাটি আক্ষরিক অর্থে খাটছে না। কারণ, মহুয়া তাঁর সাংসদপদের মেয়াদকাল শেষ করার আগেই সংসদভবন থেকে বহিষ্কৃত হয়েছেন।

অর্থাৎ ভোট ঘোষণার আগেই মহুয়াকে বহিষ্কার করা হয়েছে। টাকার বদলে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের নামে। সংসদের এথিক্স কমিটি তাঁকে বহিষ্কারের সুপারিশ করে। বহিষ্কারও করা হয় তাঁকে। তৃণমূল এবারও সেই মহুয়ার উপরই ভরসা রেখেছে। তিনিই প্রার্থী কৃষ্ণনগরে। অন্যদিকে বিজেপি এবার কৃষ্ণনগর রাজবাড়ির বধূ অমৃতা রায়কে প্রার্থী করেছে।