MI, IPL 2024: শাহরুখ, সলমন, আমিরকে নিলেই সিনেমা হিট হবে না… MI-কে তোপ বিধ্বংসী ওপেনারের

৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ১৭তম আইপিএলে আশানুরূপ পারফর্ম করতে পারেনি। রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়াকে এই মরসুমে ক্যাপ্টেন বানিয়েছিল মুম্বই। তাতে টিমের লাভ হয়নি। এই পরিস্থিতিতে ক্রিকেট মহলে অনেকেই বলছেন, ২০২৫ সালের আইপিএলে অন্য টিমের হয়ে খেলতে দেখা যাবে।

MI, IPL 2024: শাহরুখ, সলমন, আমিরকে নিলেই সিনেমা হিট হবে না... MI-কে তোপ বিধ্বংসী ওপেনারের
MI, IPL 2024: শাহরুখ, সলমন, আমিরকে নিলেই সিনেমা হিট হবে না... MI-কে তোপ বিধ্বংসী ওপেনারেরImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 13, 2024 | 12:01 AM

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) আগামী আইপিএলে ঠিকানা কি বদলাবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ১৭তম আইপিএলে আশানুরূপ পারফর্ম করতে পারেনি। রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়াকে এই মরসুমে ক্যাপ্টেন বানিয়েছিল মুম্বই। তাতে টিমের লাভ হয়নি। এই পরিস্থিতিতে ক্রিকেট মহলে অনেকেই বলছেন, ২০২৫ সালের আইপিএলে অন্য টিমের হয়ে খেলতে দেখা যাবে। এই পরিস্থিতিতে দেশের এক প্রাক্তন ক্রিকেটার বলেই দিলেন, রোহিতকে রিটেন করবে না মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এমআই টিমে তারকার অভাব নেই। কিন্তু শুধু তারকা থেকে কী লাভ? পারফর্ম না করলে…

রোহিত পারফর্ম করছে কোথায়? MI রাখবে না… তোপ দেশের প্রাক্তন ক্রিকেটারের

সম্প্রতি ক্রিকবাজকে দেশের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগ বলেছেন, ‘যদি তুমি শাহরুখ খান, সলমন খান ও আমির খানকে একটা সিনেমার জন্য নাও, তার মানে এটা নয় যে সিনেমাটা হিট হবে। তোমাকে পারফর্ম করতে হবে। স্ক্রিপ্টে তেমন কিছু থাকতে হবে। মুম্বই টিমের বড় নামগুলো দেখো… ওদের পারফর্ম করতে হবে। রোহিত একটা সেঞ্চুরি করেছিল এ বার। কিন্তু ম্যাচটা হেরে যায় মুম্বই। বাকি ম্যাচগুলোতে ও পারফর্ম করছে কোথায়? এ বারের আইপিএলে ঈশান কিষাণ পাওযার প্লে-তে পারফর্ম করতে পারেনি। তাই একমাত্র জসপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদবকে মুম্বই রিটেন করতে পারে।’

মুম্বইয়ের হয়ে রোহিত শর্মার গত ৫টে মরসুমের পারফরম্যান্স দেখলে অনেকেই হতাশ হতে পারেন। কারণ ২০২০ সালের আইপিএল থেকে রোহিতের ব্যাটে এক বারও ৪০০-র বেশি রান আইপিএলে আসেনি। এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে রোহিত এখনও অবধি করেছেন ৩৪৯ রান। অথচ রোহিত যখনই দেশের হয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলেন, তাতে ভালো পারফর্ম করেন। ফলে গত ৫ আইপিএল মরসুমে রোহিতের পারফরম্যান্স দেখলে মুম্বই টিম ম্যানেজমেন্ট তাঁকে পঁচিশের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রিটেন নাও করতে পারে।