Mamata Banerjee: আজই ১১ হাজার চাকরির নিয়োগপত্র, নেতাজি ইন্ডোরে প্রতিশ্রুতিপূরণে মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: কারিগর প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরি দিচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান।
কলকাতা: প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দশ হাজার জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। কারিগর প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরি দিচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এই উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্যোক্তা রাজ্যের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ বিভাগ।
Key highlights
- আমাদের সরকার যখনই ক্ষমতা এসেছিল, আমার স্বপ্ন বাংলা বিশ্বসেরা হবে: মমতা
- কন্যাশ্রীতে ফার্স্ট প্রাইজ: মমতা
- বাংলা হচ্ছে কালচারাাল ডেস্টিনেশন : মমতা
- একটা স্বীকৃতি এসেছে, বাংলা হচ্ছে কালচারাাল ডেস্টিনেশন। বার্লিনে এই পুরস্কার দেব। ৩১ মার্চ এই সম্মান নিতে যাব। দুর্গাপুজো UNESCO থেকে সম্মানিত : মমতা
- সারা ভারতে মাত্র ২১ জন টপ করেছে, তার মধ্যে বাংলায় ৯ জন: মমতা
- আগামী দিন সব টপার বাংলা থেকে হয় : মমতা
- গোল দেওয়ার মতো আর কেউ থাকবে না, সব গোল বাংলা দেবে : মমতা
- আজকেই ১১ হাজার চাকরি শংসাপত্র দেওয়া হচ্ছে : মমতা
- ১৫ তারিখে খড়গপুরে ৭ হাজার চাকরি : মমতা
- মুর্শিদাবাদ, বীরভূম, শিলিগুড়ি, দুর্গাপুরে প্রোগ্রাম হবে..৩০ হাজার চাকরি হবে : মমতা
- ৩০৭৬২ জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে : মমতা
- সেফ ট্যুরজিমের ওপর নজর : মমতা
- আমরা ৪০ শতাংশ কর্মসংস্থান বাড়িয়েছি : মমতা
- এখন টার্গেট কর্মসংস্থান। বাংলা সবসময় শিল্পবান্ধব। শিল্প হলেই তরুণ প্রজন্ম এগোবে : মমতা
- MSME তে ১ কোটি ৩৬ লক্ষ কাজ : মমতা
- ২০০টিরও বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক : মমতা
- দেউচা পাঁচামি, সিলিকন ভ্যালি, লক্ষ লক্ষ কর্মসংস্থান বাংলায়। বাইরে যেতে হবে না : মমতা