Mamata Banerjee Health Update: মারাত্মক দুর্বল, ক্ষতস্থানে ভীষণ ব্যথায় রাতে ঘুমোচ্ছেন না মুখ্যমন্ত্রী, বাড়ি এসে পরিবারের সদস্যদের সচেতন করল SSKM-এর বিশেষজ্ঞ টিম
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসএসকেএম-এর তিন বিশেষজ্ঞ চিকিৎসক যান। কপাল ও নাকের ক্ষতস্থান তাঁরা ভাল করে খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাবারের বিষয়ে পরিবারের সদস্যদের পরামর্শ দেন চিকিৎসকরা।
কলকাতা: মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কালীঘাটের বাড়িতে চিকিত্সকদের তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ক্ষতস্থান পরীক্ষা করেছে মেডিক্যাল বোর্ড। মুখ্যমন্ত্রীকে বিশ্রামের পরামর্শ চিকিত্সকদের। কালীঘাটে ভিড় না করার অনুরোধ তৃণমূলের শীর্ষ নেতাদের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসএসকেএম-এর তিন বিশেষজ্ঞ চিকিৎসক যান। কপাল ও নাকের ক্ষতস্থান তাঁরা ভাল করে খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাবারের বিষয়ে পরিবারের সদস্যদের পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রী যতটা খেতে চাইবেন, ঠিক ততটাই খাবার যেন তাঁকে দেওয়া হয়। তাঁকে যেন কোনওভাবেই জোরাজুরি করা না হয়। মুখ্যমন্ত্রী ভাল করে ঘুমোচ্ছেন কিনা, পর্যাপ্ত পরিমাণ ঘুম তাঁর প্রয়োজন। সেই বিষয়টিও পরিবারের সদস্যদের নজরে রাখতে বলেছেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালস রেট, ব্লাড প্রেসার নিয়মিত পরীক্ষা করতে হবে।
তবে শুক্রবার রাতে ভাল ঘুম হয়নি মমতার। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কপালে ও নাকে এখনও ভীষণই ব্যথা রয়েছে। শারীরিকভাবেও ভীষণভাবে দুর্বল রয়েছেন মুখ্যমন্ত্রী।
চিকিৎসক ধীমান কোহলি বলেন, “সামনে ধাক্কা বা পিছনে ধাক্কায় সাধারণত হয় না। রোগী অনেক সময়ে ভাবতেই পারেন, একটা কিছু পিছন থেকে ঠেলে সরিয়ে দিল। এটা তো বুঝতেই পারছেন, একজন রোগী সম্পূর্ণভাবে তাঁর জ্ঞান হারিয়ে ফেলছেন ও পড়ে যাচ্ছেন। কাছে কিছু থাকলে, দেওয়াল কিংবা টেবিল ধরে ফেললেন, তাহলে কিছুটা সুবিধা হয়। এটাকে বলে ট্র্যানজিয়ান লস অফ কনসাসনেস।”
এদিকে, মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় শুক্রবার সকালে কালীঘাটের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন অনুগামীরা। তাঁদেরকে আশ্বস্ত করেছেন পরিবারের সদস্যরা। তবে কালীঘাটে ভিড় না করানোরও অনুরোধ করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।