AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: পুজো উদ্বোধনে ‘বিরতি’, জলমগ্ন শহর নিয়ে উদ্বিগ্ন মমতা

Mamata Banerjee in Durga Puja 2025: শহরে যে ক'টি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, তার জন্য সিএসসি-কেই কাঠগড়ায় টেনেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'অনেকবার বলা সত্ত্বেও বিদ্যুতের তার ঠিক করা হয়নি।' পাশাপাশি, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে দেখা গিয়েছে তাঁকে।

Mamata Banerjee: পুজো উদ্বোধনে 'বিরতি', জলমগ্ন শহর নিয়ে উদ্বিগ্ন মমতা
মমতা বন্দ্যোপাধ্য়ায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 23, 2025 | 4:06 PM
Share

কলকাতা: প্রতিবছর মহালয়ার পর থেকেই পুজো উদ্বোধন শুরু করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরেও তাতে বিশেষ বাধা পড়েনি। বলা চলে, মহালয়ার আগেই বেশ কয়েকটি প্যান্ডেলও নিজের হাতে উদ্বোধন করেছেন তিনি। আর মহালয়া পড়তেই শুরু করেছেন পুজো উদ্বোধনী। পরিস্থিতি ঠিকই ছিল। কিন্তু দ্বিতীয়াতেই যেন সব ভেস্তে দিল। মঙ্গলবার সকাল থেকে আকাশ ফুটো হয়ে ঝরছে জল। যার জেরে জলমগ্ন কলকাতা।

শহরে এই বেনজির দুর্যোগ পরিস্থিতি মঙ্গলের বিকালে থাকা পুজো উদ্বোধনী অনুষ্ঠানগুলি সাময়িক ভাবে বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, এদিন কলকাতার ১৩টি পুজো উদ্বোধনের পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর। সঙ্গে জেলাতেও পুজো উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু কার্যত বন্যা পরিস্থিতির কারণে সেই উদ্বোধন স্থগিত রেখেছেন তিনি। অবশ্য কর্মসূচি অনুযায়ী, জেলার যে পুজোগুলি উদ্বোধন করার কথা ছিল তাঁর, তা তিনি ভার্চুয়ালিই করবেন।

উল্লেখ্য, এই জলমগ্ন পরিস্থিতি নিয়ে ইতিমধ্য়েই উদ্বিগ্ন হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল ও কলেজের ছুটিও ঘোষণা করে দিয়েছেন তিনি। পাশাপাশি, বেসরকারি সংস্থাগুলিকেও বাড়ি থেকে কাজ করানোর পরামর্শ দিয়েছেন মমতা। শহরে যে ক’টি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, তার জন্য সিএসসি-কেই কাঠগড়ায় টেনেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘অনেকবার বলা সত্ত্বেও বিদ্যুতের তার ঠিক করা হয়নি।’ পাশাপাশি, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে দেখা গিয়েছে তাঁকে।

কেন নিষ্কাশন হচ্ছে না জল?

দিন শেষের উপক্রম হলেও জল এখনও নামেনি। গোটা শহর প্রায় ডুবে রয়েছে বললেই চলে। যা নজিরবিহীন। বিগত কয়েক দশকে এমন ছবি দেখা যায়নি। বৃষ্টি থামলেও নামছে না জল, কিন্তু কেন এমন পরিস্থিতি? ফিরহাদের যুক্তি, ‘কলকাতার সমস্ত জল পাঠানো হয় খালে। সেখান থেকে তা চলে যায় নদী, তারপর সমুদ্র। কিন্তু এই সবগুলোই এখন ভরে রয়েছে। জল নিষ্কাশন করা হলেও, তা আবার ঘুরে চলে আসছে।’