মমতার পথে কাঁটা বিছোতেই কি আগের রাতে দিল্লিতে বিজেপি বিধায়করা? জোর চর্চা

Mamata Banerjee's Delhi Visit: রাজনৈতিক মহলের ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর 'মসৃণ' না করার পরিকল্পনা নিয়েই আগেভাগেই দিল্লিতে উপস্থিত হয়ে যাবেন বিজেপি বিধায়করা।

মমতার পথে কাঁটা বিছোতেই কি আগের রাতে দিল্লিতে বিজেপি বিধায়করা? জোর চর্চা
ছবি- পিটিআই
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2021 | 7:52 AM

কলকাতা: ২৩ জুলাই বিজেপি যেতে পারেন বিজেপি বিধায়করা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee’s Delhi Visit)  দিল্লি যেতে পারেন ২৪ জুলাই। মমতার সফরের আগেই দিল্লি যেতে চান বিজেপি বিধায়করা। রাজনৈতিক মহলের ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ‘মসৃণ’ না করার পরিকল্পনা নিয়েই আগেভাগেই দিল্লিতে উপস্থিত হয়ে যাবেন বিজেপি বিধায়করা। সেখানেও যে নেত্রী কড়া প্রতিবাদের মুখে পড়তে হবে, তা আগেই আঁচ করতে পারছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। তাঁর এই দিল্লি সফরও রাজনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। এই নিয়ে গত দুমাসে দুবার দিল্লি সফরে গেলেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বার সরকার গঠনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে দিল্লিতে দরবার করেছিলেন রাজ্যপাল।

রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নও তুলেছিলেন। এমনকি রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়েও অভিযোগ তুলেছিলেন। দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এর মাঝে রাজভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিকবার সাক্ষাত্ করেছেন রাজ্যপাল। কথা বলেছেন বিজেপি বিধায়কদের সঙ্গেও। এ বারও মমতার দিল্লি সফরের আগে রাজ্যপালের এই সফর যে নেহাতেই আকস্মিক নয়, তা ভালই ঠাও করতে পারছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

প্রসঙ্গত, চলতি মাসের শেষ সপ্তাহেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে গত ৫ মে শপথ নিয়েছেন মমতা। তার পরে আর দিল্লি যাননি তিনি। সময় পেলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন তিনি। তবে তিনি ঠিক কী উদ্দেশে দিল্লি যাচ্ছেন, তা এখনও স্পষ্ট করেন নি।

২১ জুলাই তৃণমূল শহিদ দিবসকে ভার্চুয়ারি সর্বভারতীয় রূপ দেওয়ার চেষ্টা করছে। তাতে আদতে ‘ব্র্যান্ড মমতা’য় শান দিতে চাইছে তারা। তারই মাঝে মমতার দিল্লি সফর রাজনৈতিক দিক থেকে বিশেষ তাত্পর্যপূর্ণ। শোনা যাচ্ছে, মমতার এই সফরে উপস্থিত থাকতে পারেন মুকুল রায়ও। আরও পড়ুন: কম্পিউটার শিখতে এসে রাজনীতিতে পা! নিশীথ প্রামাণিক কি বাংলাদেশি নাগরিক? প্রশ্ন তৃণমূলের

COVID third Wave