SIR in Bengal: ম্যাপিংয়ের কাজ শেষ! ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে কোন জেলায় কত মিল?
Election Commission: অনেক ক্ষেত্রেই এটাকে ‘ম্যাপিং অ্যান্ড ম্যাচিং’ বলে অভিহিত করা হলেও কমিশন কিন্তু এটাকে ‘টেবিল টপ এক্সারসাইজ’ বলে অ্যাখ্য়ায়িত করছে। ২০০২ এর ভোটার তালিকার সঙ্গে সাম্প্রতিক ভোটার তালিকা অর্থাৎ ২০২৫ সালের ভোটার তালিকার কতটা মিল পাওয়া যাচ্ছে তাই খতিয়ে দেখা হল এই প্রক্রিয়ায়।

কলকাতা: ঘোষণা হয়ে গিয়েছে এসআইআরের। তার আগেই সিংহভাগ জেলায় শেষ ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ। ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে সাম্প্রতিক ভোটার লিস্ট। আর তাতেই উঠে আসছে চমকপ্রদ তথ্য। কোন জেলায় কত শতাংশ মানুষের ক্ষেত্রে পাওয়া গেল মিল? কিন্তু যাঁদের মিল পাওয়া গেল না, তাঁদেরই বা কী হবে? আর কেনই বা হল না ম্য়াচিং? অনেক ক্ষেত্রেই এটাকে ‘ম্যাপিং অ্যান্ড ম্যাচিং’ বলে অভিহিত করা হলেও কমিশন কিন্তু এটাকে ‘টেবিল টপ এক্সারসাইজ’ বলে অ্যাখ্য়ায়িত করছে। এটা আদপেই কমিশনের ইন্টারন্যাল ম্যাটার। ২০০২ এর ভোটার তালিকার সঙ্গে সাম্প্রতিক ভোটার তালিকা অর্থাৎ ২০২৫ সালের ভোটার তালিকার কতটা মিল পাওয়া যাচ্ছে তাই খতিয়ে দেখা হল এই প্রক্রিয়ায়।...
