Theft in Bansdroni: দিনেদপুরে সাড়ে ৪ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা, পরপর চুরির ঘটনায় চিন্তা বাড়ছে বাঁশদ্রোণীতে
Theft in Bansdroni: জয়শ্রী পার্ক এলাকায় একটি তিনতলা আবাসন সস্ত্রীক থাকেন শুভজিৎ পাল। সূত্রের খবর, মঙ্গলবার সকালে তাঁরা তাঁরা বাড়ি থেকে বেরিয়ে যান। ওই দম্পতির আড়াই বছরের ছেলেকে দেখাশোনা করার জন্য একজন আয়া রয়েছেন।

কলকাতা: দেড় মাস আগেই চুরির ঘটনা ঘটেছিল দু’টো বাড়ি পরেই। বাড়ি থেকে যাবতীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার এখনও চুরির কিনারা হয়নি। তার মধ্যেই ফের চুরির ঘটনা বাঁশদ্রোণী থানার অন্তর্গত জয়শ্রী পার্ক এলাকায়। চুরু গিয়েছে প্রায় সাড়ে চার লক্ষ টাকার সোনার গয়না। একইসঙ্গে নগদ সাড়ে ৫ হাজার টাকাও চুরি গিয়েছে। ইতিমধ্যেই পুলিশের খাতায় অভিযোগও দায়ের হয়েছে।
জয়শ্রী পার্ক এলাকায় একটি তিনতলা আবাসন সস্ত্রীক থাকেন শুভজিৎ পাল। সূত্রের খবর, মঙ্গলবার সকালে তাঁরা তাঁরা বাড়ি থেকে বেরিয়ে যান। ওই দম্পতির আড়াই বছরের ছেলেকে দেখাশোনা করার জন্য একজন আয়া রয়েছেন। প্রতিদিন ছেলেকে সেই আয়া স্কুল থেকে আনতে যান। এদিন বেলা পৌনে একটা নাগাদ ওই আয়া শুভজিৎ পালের সন্তানকে স্কুল থেকে নিয়ে এসে দেখেন কোলাপসিবল গেট ভাঙা। ভিতরের দরজারও তালা ভাঙা। অবস্থা দেখেই বুঝে যান কিছুটা একটা গন্ডোগোল হয়েছে। আয়াই শুভজিৎ পালকে খবর দেন। তারপরই পুলিশে খবর।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাপানউতোর তৈরি হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীদের দাবি, সম্প্রতি পাড়ায় সমাধান কর্মসূচিতে গিয়ে এলাকার মানুষজন পাড়ার মোড়ে সিসিটিভি বসানোর জন্য বলা হয়েছে। কিন্তু এখনো প্রশাসন তা করে উঠতে পারেনি বলে দাবি পড়শিদের।
