Eden Gardens: ইডেনের বাইরে বাজি ফাটতেই দে ছুট মাউন্টেড পুলিশের ঘোড়ার, রক্তাক্ত ২
ICC World Cup Match: রবিবার রাত তখন প্রায় সাড়ে ৮টা। ভারতের 'বিরাট' জয় দেখে ইডেন থেকে বেরোচ্ছেন কাতারে কাতারে ক্রিকেটপ্রেমী। সকলের মুখেই জয়ের উচ্ছ্বাস। কেউ কেউ নির্বাক উল্লাসে মেতেছেন, কেউ কেউ চিৎকার করে বুঝিয়ে দিচ্ছেন এই জয় কতটা দামি। ইডেনের বাইরে আতস বাজি পোড়ানোর ব্যবস্থা করা হয়।
কলকাতা: ইডেনে তখন হাজার হাজার সমর্থকের জয়োচ্ছ্বাস। কয়েক মিনিট আগেই দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে ভারত। ২৪৩ রানে বাভুমাদের হারিয়েছে রোহিত ব্রিগেড। জাদেজা-সামির দাপটে ৮৩ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচ শেষ হতেই বিপত্তি হয়। ভারতের জয় সেলিব্রেট করতে ইডেনের বাইরে আতস বাজি পোড়ানো হয়। আর তাতেই ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে মাউন্টেড পুলিশের ঘোড়া। ঘটনায় গুরুতর আহত এক পুলিশকর্মী। আহত হন বেশ কয়েকজন সমর্থকও।
রবিবার রাত তখন প্রায় সাড়ে ৮টা। ভারতের ‘বিরাট’ জয় দেখে ইডেন থেকে বেরোচ্ছেন কাতারে কাতারে ক্রিকেটপ্রেমী। সকলের মুখেই জয়ের উচ্ছ্বাস। কেউ কেউ নির্বাক উল্লাসে মেতেছেন, কেউ কেউ চিৎকার করে বুঝিয়ে দিচ্ছেন এই জয় কতটা দামি। ইডেনের বাইরে আতস বাজি পোড়ানোর ব্যবস্থা করা হয়।
বাজিতে আগুন দিতেই মাউন্টেড ঘোড়াগুলি ইতিউতি ছুটতে শুরু করে। সামাল দিতে গিয়ে গুরুতর আহত হন দুই পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাউন্টেড পুলিশের একজন সওয়ার ও একজন সিপাই আহত বলে খবর। আহত হয়েছে চারটি ঘোড়াও। পুলিশ কর্মীদের দেখতে হাসপাতালে যান কলকাতার নগরপাল বিনীত গোয়েল।