Abhishek On Aparajita Bill: ‘দিশা দেখাচ্ছে বাংলা…’, ‘ধর্ষণ বিরোধী’ বিল পাশ হতেই টুইট অভিষেকের

Abhishek Banerjee: আরজি করের ঘটনার পর থেকেই অভিযুক্তর ফাঁসির দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই কথা দাবি ছিল অভিষেকেরও। ধর্ষকদের যাতে দ্রুত শাস্তি হয় তার জন্য কেন্দ্রের বিল আনা উচিত বলে দাবি করেছিলেন তিনি। আর সেই বিলে বিরোধীদেরও সমর্থন জানানোর আহ্বান জানিয়েছিলেন অভিষেক। 

Abhishek On Aparajita Bill: 'দিশা দেখাচ্ছে বাংলা...', 'ধর্ষণ বিরোধী' বিল পাশ হতেই টুইট অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2024 | 6:47 PM

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী বিল আনার বার্তা দিয়েছিলেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হল ‘ধর্ষণ বিরোধী’ বিল। বিলে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে,তাতে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিজেপিও। আর বিল পেশ হতেই নিজের এক্স হ্যান্ডেলে টুইট করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘ধর্ষণ বিরোধী বিল এনে দিশা দেখাচ্ছে বাংলা।’

আরজি করের ঘটনার পর থেকেই অভিযুক্তর ফাঁসির দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই কথা দাবি ছিল অভিষেকেরও। ধর্ষকদের যাতে দ্রুত শাস্তি হয় তার জন্য কেন্দ্রের বিল আনা উচিত বলে দাবি করেছিলেন তিনি। আর সেই বিলে বিরোধীদেরও সমর্থন জানানোর আহ্বান জানিয়েছিলেন অভিষেক। তবে আরজি করের ঘটনায় যখন উত্তাল রাজ্য, দোষী বা দোষীদের শাস্তির দাবিতে যখন পথে লাখো-লাখো জনতা, সেই সময় ‘ধর্ষণ বিরোধী’ বিল নিতান্তই তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।

অভিষেক এক্স হ্যান্ডেলে লিখেছেন যে, ধর্ষণ বিরোধী বিল এনে দেশকে দিশা দেখাচ্ছে বাংলা। পরের সংসদীয় অধিবেশনে কেন্দ্রও এই আইন আনুক বলে দাবি করেছেন অভিষেক। শুধু তাই নয়, পঞ্চাশ দিনের মধ্য়ে ট্রায়াল কনভিকশন হোক বলেও দাবি তৃণমূল সাংসদের।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে বিল পেশ হওয়ার পর তা নিয়ে বিধানসভায় শুরু হয় আলোচনা।  বিরোধী দল বিজেপির পক্ষে এদিন বক্তব্য পেশ করেন শিখা চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিখা ও অগ্নিমিত্রা- দুই বিধায়কই জানিয়েছেন ধর্ষণ-বিরোধী এই বিলে সমর্থন জানানো হচ্ছে। শুভেন্দু অধিকারী বক্তব্য পেশ করতে উঠেই বলেন, ‘বিলকে পূর্ণ সমর্থন করা হচ্ছে।’