Sealdah-Local Train: পুজোর আগেই শিলাদহ-বনগাঁ, কৃষ্ণনগর রুটে নতুন লোকাল, সময়গুলো জেনে নিন
Local Train-Sealdah: রবিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে চলবে বনগাঁ রুটের ট্রেনগুলি। এছাড়া ৫ সেপ্টেম্বর থেকে বারাসত-হাসনাবাদ রুটে দুটি লোকাল ট্রেন চলবে প্রতিদিন।

কলকাতা: প্রতিদিনই প্রবল ভিড়ে যাতায়াত, তবু লোকাল ট্রেনের উপরেই ভরসা রাখতে হয় বহু মানুষকে। শহরতলি থেকে শহরে কাজে যাওয়ার এটাই অন্যতম উপায়। দিনে দিনে ভিড় বাড়ছে। সামনে আবার পুজো। আর সেই সব কথা মাথায় রেখে এবার লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। পুজোর আগেই চালু হবে একাধিক নতুন লোকাল ট্রেন। এর মধ্যে রয়েছে এসি লোকালও, যা অনেক নিত্যযাত্রীর কাছেই খুব উৎসাহের।
রেলের তরফে জানানো হয়েছে, রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ ও শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে চারটি এসি লোকাল ট্রেন চালানো হবে। রবিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে চলবে ওই ট্রেনগুলি। এছাড়া ৫ সেপ্টেম্বর থেকে বারাসত-হাসনাবাদ রুটে দুটি লোকাল ট্রেন চলবে প্রতিদিন।
কখন ছাড়বে ট্রেনগুলি?
৩৩৭৬২ রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল রানাঘাট থেকে সকাল ৭টা ১১ মিনিটে ছাড়বে। শিয়ালদহে পৌঁছবে সকাল ৯টা ৩৭ মিনিটে। এছাড়া শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে, রানাঘাটে পৌঁছবে রাত ৮টা ৪১ মিনিটে।
৩১৮৪৫ শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ৯টা ৪৫ মিনিটে, কৃষ্ণনগরে পৌঁছবে দুপুর ১২টা ৭ মিনিটে। ৩১৮৪৬ কৃষ্ণনগর-শিয়ালদহ এসি লোকাল কৃষ্ণনগর ছাড়বে দুপুর ১টা ৩০ মিনিটে, শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩টে ৪০ মিনিটে।
৩৩৩৩১ বারাসত-হাসনাবাদ লোকাল বারাসত থেকে ছাড়বে দুপুর ১২টা ১৫ মিনিটে, হাসনাবাদে পৌঁছবে দুপুর ১টা ৩৮ মিনিটে। ৩৩৩২৬ হাসনাবাদ-বারাসত লোকাল হাসনাবাদ থেকে ছাড়বে দুপুর ২টো ৩৩ মিনিটে, বারাসতে পৌঁছবে দুপুর ৩টে ৫৭ মিনিটে।
