AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘BJP-র কোনও নেতা এই কর্মসূচিতে থাকতে পারবেন না’, প্রাক্তন সেনাকর্মীদের নির্দেশ হাইকোর্টের

Former Army Personel: আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ২২৫ জন সদস্য নিয়ে কর্মসূচির অনুমতি আদালতের। দুপুর ১২ টা থেকে ৫ টা পর্যন্ত কর্মসূচির অনুমতি। তবে আদালত নির্দেশ দিয়েছে, বিজেপির কোনও নেতা এই কর্মসূচিতে থাকতে পারবেন না।

Calcutta High Court: 'BJP-র কোনও নেতা এই কর্মসূচিতে থাকতে পারবেন না', প্রাক্তন সেনাকর্মীদের নির্দেশ হাইকোর্টের
বিচারপতি তীর্থঙ্কর ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 10, 2025 | 5:18 PM
Share

কলকাতা: মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা, প্রাক্তন সেনাকর্মীদের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ২২৫ জন সদস্য নিয়ে কর্মসূচির অনুমতি আদালতের। দুপুর ১২ টা থেকে ৫ টা পর্যন্ত কর্মসূচির অনুমতি। তবে আদালত নির্দেশ দিয়েছে, বিজেপির কোনও নেতা এই কর্মসূচিতে থাকতে পারবেন না।

সম্প্রতি, মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেয় সেনা। সেই নিয়ে বিতর্ক হয়। সেনার বক্তব্য, এই কর্মসূচির জন্য ২ দিনের সময়সীমা চেয়ে আবেদন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে সেই মঞ্চ বাধা রয়েছে। তাই খুলে ফেলা হয়। এ দিকে মঞ্চ খুলতেই খোদ মুখ্যমন্ত্রী পৌঁছন ঘটনাস্থলে। তারপর বলেন, “সেনাবাহিনী নয়, পিছনে কী আছে? ছুপা রুস্তম বিজেপি পার্টি আছে এবং তাঁদের সরকার আছে। আমি যখন এখানে আসছিলাম,আপনারা অনেকে ছবিও পেয়েছেন। প্রায় ২০০-র মতো সেনা, তাঁরা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? আপনারা আমার বন্ধু। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন। দিল্লির কথায় করেছেন।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যেরই তীব্র বিরোধিতা করেন প্রাক্তন সেনা-আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানান প্রাক্তন সেনাকর্মীদের সংগঠন। বিকল্প জায়গার প্রস্তাব দেয় রাজ্য। এরপরই আদালতের দ্বারস্থ হয় বিজেপি প্রভাবিত সেনাকর্মীদের এই সংগঠন।

আজ আদালত নির্দেশ দেয়, একটি লাউডস্পিকার এবং হ্যান্ড মাইক নিয়ে করা যাবে কর্মসূচি। শুধুমাত্র প্রাক্তন সেনাকর্মীরাই অংশ নিতে পারবেন।