AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: দাঁড়াতে হবে না টিকিটের লাইনে, মেট্রোতে আসছে রিচার্জেবল কার্ড! কীভাবে কাজ করবে দেখে নিন

Kolkata Metro: ১০ টাকা দিয়ে ওই কার্ড কেনা হলে ন্যূনতম ৬ মাস সেটির মেয়াদ থাকবে বলেই আপাতত পরিকল্পনায় রাখা হচ্ছে বলে মেট্রো সূত্রে খবর। ইতিমধ্যেই টিকিট ভেন্ডিং মেশিন, QR কোড এবং অন্যান্য আধুনিক ব্যবস্থা আনা হয়েছে যাত্রীদের সুবিধার্থে।

Kolkata Metro: দাঁড়াতে হবে না টিকিটের লাইনে, মেট্রোতে আসছে রিচার্জেবল কার্ড! কীভাবে কাজ করবে দেখে নিন
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 14, 2025 | 8:09 PM
Share

কলকাতা: এবার কলকাতা মেট্রোতে রিচার্জেবল কার্ড চালু করার পরিকল্পনার কথা জানালেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে বেসরকারি বিপণী সংস্থার লোগো-সহ মেট্রোর কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানেই তিনি নতুব উদ্যোগের কথা বলেন। 

মেট্রোর জেনারেল ম্যানেজারের কথায়, “শুধু শুধু মানুষ কাউন্টারে দাঁড়িয়ে থাকেন। অথচ এখন অনেক আধুনিক ব্যবস্থা করা হয়েছে। সেখানে কেন মানুষ এতক্ষন দাঁড়িয়ে থাকবে শুধুমাত্র একটা টিকিটের জন্য? তাই দৈনিক যাত্রার বিষয়টি মাথায় রেখে রিচার্জেবল কার্ড আনার ভাবনাচিন্তা শুরু হয়েছে।” 

মেট্রো সূত্রে খবর, সিঙ্গেল জার্নি বা একবার যাত্রার জন্য কার্ড রিচার্জ করা যাবে। অর্থাৎ এই কার্ড পদ্ধতি একেবারে অভিনব। আপাতত ১০ টাকার পরিকল্পনাই করা হচ্ছে বলে জানা যাচ্ছে। মেট্রো সূত্রের খবর, যখন কোনও যাত্রী বা সাধারণ মানুষ মেট্রোতে উঠবেন তখন অনলাইনে রিচার্জ করে নেবেন এই কার্ডটি। তারপর নিজের গন্তব্যস্থলে চলে যেতে পারবেন। যখন মেট্রো উঠবেন, তখনই কার্ডটি রিচার্জ করতে পারবেন। শুধুমাত্র টিকিট কাউন্টারের হয়রানি বন্ধ করতেই এই পরিকল্পনা। 

১০ টাকা দিয়ে ওই কার্ড কেনা হলে ন্যূনতম ৬ মাস সেটির মেয়াদ থাকবে বলেই আপাতত পরিকল্পনায় রাখা হচ্ছে বলে মেট্রো সূত্রে খবর। ইতিমধ্যেই টিকিট ভেন্ডিং মেশিন, QR কোড এবং অন্যান্য আধুনিক ব্যবস্থা আনা হয়েছে যাত্রীদের সুবিধার্থে। কিন্তু, তারপরেও টিকিটের লাইন বন্ধ করা যাচ্ছে না। যে কারণে এই রিচার্জেবল কার্ড আনার ভাবনাচিন্তা বলে মেট্রো কর্তারা বলছেন।