Saline: রোগীর আচমকা অবনতি! সরকারি স্বাস্থ্য় কেন্দ্রে মেয়াদ ফুরনো স্যালাইন দেওয়ার অভিযোগ
Saline: মেয়াদ শেষ হয়ে যাওয়া স্যালাইন চলার কারণে রোগীর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে বলে জানিয়েছেন রোগীর পরিবারেন লোকজন।
বজবজ: মেয়াদ শেষ হয়ে যাওয়া স্যালাইন রোগীকে দেওয়ার অভিযোগ উঠল সরকারি স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে। এমনই অভিযোগ উঠল বজবজ থানার অন্তর্গত ব্যঞ্জনহেরিয়া চড়িয়াল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে।
রবিবার দুই মহিলা জ্বর ও বমির সমস্যা নিয়ে ভর্তি হন ওই স্বাস্থ্যকেন্দ্রে। রোগীর পরিবারের লোকজনের অভিযোগ, সোমবার সন্ধ্যায় তাঁরা রোগীকে দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখতে পান, যে স্যালাইন চলছে সেই স্যালাইনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মেয়াদ শেষ হয়ে যাওয়া স্যালাইন চলার কারণে রোগীর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে বলে জানিয়েছেন রোগীর পরিবারেন লোকজন। এরপরই চিকিৎসক এসে মেয়াদ শেষ হয়ে যাওয়া স্যালাইন বদল করে দেয়, তবে রোগীর পরিবারের লোকজনের অভিযোগ, এই স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ শেষ হয়ে যাওয়া একাধিক স্যালাইনের বোতল রয়েছে।
পরিবারের এক সদস্য একটি স্যালাইনের বোতল হাতে নিয়ে দেখান, মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তিনি জানান, স্যালাইন দেওয়া শুরু হতেই রোগীর অবস্থা খারাপ হতে শুরু করে, ঘাড় বেঁকে যায়। নার্সকে বলাতে, ক্ষুব্ধও হন তিনি। এরপরই দেখা যায় মেয়াদ ফুরিয়েছে। আর এক আত্মীয় জানান, বোতলের রঙ আলাদা ছিল দেকেই সন্দেহ হয় তাঁর। তাঁর অভিযোগ, অভিযোগ চেপে দিতে বলেছিলেন নার্স। তিনি বলেছিলেন, তাঁর ভুল হয়ে গিয়েছে।
সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কী ভাবে এমন মেয়াদ শেষ হয়ে যাওয়া স্যালাইনের বোতল এল, আর সেটা তারিখ না দেখেই রোগীকে দেওয়া হল! তা নিয়েই প্রশ্ন উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই দুই মহিলা রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে কর্মরত চিকিৎসক। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আপাতত স্থিতিশীলও রয়েছেন রোগী। এই ভুল দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি।