Dilip Ghosh on Partha: দল তো ওনাকে ছেঁটে ফেলেছে, পার্থর ‘দলের সঙ্গে আছি’ মন্তব্যে একযোগে খোঁচা দিলীপ-সুকান্তর

Partha Chatterjee: সোমবারই নিয়োগ দুর্নীতি মামলায় জোড়া হাজিরা ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

Dilip Ghosh on Partha: দল তো ওনাকে ছেঁটে ফেলেছে, পার্থর 'দলের সঙ্গে আছি' মন্তব্যে একযোগে খোঁচা দিলীপ-সুকান্তর
পার্থকে খোঁচা দিলীপ-সুকান্তের। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2022 | 8:57 AM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার আদালতে তোলা হয়েছিল। আলিপুর আদালত থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি দলের সঙ্গেই আছেন। সংবাদমাধ্যমের প্রশ্নবাণের মুখে পার্থর সংক্ষিপ্ত মন্তব্য ছিল, “দলের সঙ্গে আছি। ১০০ বার আছি।” এই মন্তব্যকে হাতিয়ার করেই সরব বিজেপি। মঙ্গলবার নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে এক হাত নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘দল তো ওনাকে ছেঁটে ফেলেছে’। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘দলের জন্য চুরি করেছেন তাই দলের পাশে আছেন’।

এদিন বেঙ্গালুরুতে বাঙালি সমাজের সঙ্গে বৈঠকে যোগ দিতে যান রওনা দেন সুকান্ত মজুমদার। তার আগে বিমান বন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, “ওনার তো দলের সঙ্গেই থাকা উচিৎ। যার জন্য চুরি করেছেন, তার সঙ্গেই তো থাকবেন। দলের জন্যই তো চুরি করেছেন।” অন্যদিকে দিলীপ ঘোষের মন্তব্য, “পার্থ বলছেন দলের সঙ্গেই আছি। কিন্তু দল তো পার্থর সঙ্গে নেই। কারণ, উনি টাকা পয়সার ভাগ দেননি। এখন বলে লাভ নেই। দল ওনাকে ছেঁটে ফেলেছে। অনুব্রত বা মানিকরা দিয়ে থুয়ে খেয়েছেন। তাই দল ওনাদের সঙ্গেও আছে। ওদের বোঝা বইছে।”

সোমবারই নিয়োগ দুর্নীতি মামলায় জোড়া হাজিরা ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আলিপুর আদালতে সিবিআইয়ের মামলার শুনানি হয়। এরপর এই আদালতে বসেই ভার্চুয়ালি ইডির মামলায় হাজিরা দেন তিনি। দু’টি মামলাতেই পার্থর আইনজীবী জামিনের আর্জি জানান। যদিও তা খারিজ হয়ে যায়। সিবিআই মামলায় ১৪ দিনের জেল হেফাজত ও ইডির মামলায় ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত হয় পার্থর।

এদিন আদালতে নিজেকে অসুস্থ বলে দাবি করেন পার্থ। বিচারকের সামনেই তিনি বলেন, “আমাকে বাঁচতে দিন।” একইসঙ্গে ‘এজেন্সি’র বিরুদ্ধেও সুর চড়াতে শোনা যায় পার্থকে। তিনি বলেন, “এজেন্সিগুলি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে।” তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই, অথচ তাঁকে জামিন দেওয়া হচ্ছে না বলেও জানান পার্থ। দুই মামলার শুনানির পর কোর্ট থেকে বেরোনোর সময় পার্থকে বলতে শোনা যায় দলের সঙ্গে থাকার কথা।

গত জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর শিল্প মন্ত্রী, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রীর পদ হারান। এরপরই তৃণমূল ভবনে এক জরুরি বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, তৃণমূল কংগ্রেসের মহাসচিব, শৃঙ্খলা রক্ষা কমিটি, সর্বভারতীয় সহ সভাপতি, জাগো বাংলার সম্পাদক, জাতীয় কর্মসমিতির সদস্য-সহ সব পদ থেকে পার্থকে অপসারণ করা হল। তবে অভিষেক এও বলেছিলেন, পার্থ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে দল তাঁকে সসম্মানে ফেরাবে।

Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা