নিজের পুরুষাঙ্গ কেটে অর্পণ করলেন শিবকে! মন্দিরে উঠল ‘হর হর শম্ভু’ রব
Superstition: পরিবারের সদস্যরা দেখেন, রক্তে ভাসছেন বিহারী লাল। সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ওই ব্যক্তি জানান, হাসপাতাল নয় , মন্দিরে যাবেন তিনি। এভাবেই কিছুক্ষণের মধ্যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
লখনউ: ভয়ঙ্কর ঘটনা। সকালে উঠে প্রাতঃকর্ম করতে যাওয়ার বদলে আগেই ছুটেছিলেন মন্দিরে। সঙ্গে ছিল ১৫ বছরের ছেলে। সেখানে গিয়েই ভয়ঙ্কর ঘটনা ঘটালেন। নিজের যৌনাঙ্গ কেটে অর্পণ করলেন শিবকে। এই ঘটনা সামনে আসতেই গ্রামে আলোড়ন পড়ে যায়। মন্দিরে প্রচুর মানুষ ভিড় করেন। মন্দিরে সবাই হর হর শম্ভু বলে ওঠেন। কিন্তু কেন হঠাৎ ওই ব্যক্তি নিজের যৌনাঙ্গ কেটে ফেললেন?
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সীতাপুরে। সেখানে বিহারী লাল (৫০) নামক এক ব্যক্তি ধারাল অস্ত্র দিয়ে নিজের গোপনাঙ্গ কেটে ফেলেন। এরপর নিজের ছেলের হাতে ওই কাটা অংশ দিয়ে মন্দিরে অর্পণ করতে পাঠান। বাবার কথা মতোই জাগেশ্বর মহাদেব মন্দিরে কাটা পুরুষাঙ্গ দিয়ে আসেন কিশোর।
এদিকে, পরিবারের সদস্যরা দেখেন, রক্তে ভাসছেন বিহারী লাল। সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ওই ব্যক্তি জানান, হাসপাতাল নয় , মন্দিরে যাবেন তিনি। এভাবেই কিছুক্ষণের মধ্যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কথা বলার অবস্থাও থাকে না। জোর করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করতেই দেখেন, ওই ব্যক্তির গোপনাঙ্গ কাটা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির মানসিক অবস্থা স্থিতিশীল নয়। তিনি নানা অন্ধবিশ্বাসে বিশ্বাসী। মনে করা হচ্ছে, কোনও অন্ধ বিশ্বাসে আস্থা রেখেই তিনি নিজের গোপনাঙ্গ কেটে ফেলেন। বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।