OYO Room: দরজা খুলতেই মাথায় হাত! OYO রুম ভাড়া করে এ কী ব্যবসা খুলল দম্পতি?
OYO Room: দুই অভিযুক্তের নাম দেবেন্দ্র রাজু ও সঞ্জনা মাঞ্জা। দেবেন্দ্র থাকতেন অন্ধ্রপ্রদেশেই। কিন্তু সঞ্জনা কাজের সূত্রে এসেছিলেন মধ্য প্রদেশ থেকে। হায়দরাবাদে প্রথম আলাপ হয় তাদের।
হায়দরাবাদ: OYO রুম বুক করে চলত জঘন্য কাণ্ড। অবিবাহিত এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা হায়দরাবাদের। OYO রুমের মধ্য়ে বিরাট ব্যবসা শুরু করে ফেলেছিল সেই অবিবাহিত দম্পতি। আয়ও নাকি বেড়ে গিয়েছিল অনেক। কিন্তু বেশিদিন ঠাঁই হল না সেখানে। হোটেল রুমের মধ্যে অবৈধ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার হলেন ওই অবিবাহিত দম্পতি।
দুই অভিযুক্তের নাম দেবেন্দ্র রাজু ও সঞ্জনা মাঞ্জা। দেবেন্দ্র থাকতেন অন্ধ্রপ্রদেশেই। কিন্তু সঞ্জনা কাজের সূত্রে এসেছিলেন মধ্য প্রদেশ থেকে। হায়দরাবাদে প্রথম আলাপ হয় তাদের। সেই থেকে বন্ধুত্ব আর পরে তা পরিণত হয় প্রণয়ে। প্রেমজীবনের প্রথম থেকেই এক সঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। কিন্তু সাদামাটা কাজ করে কিছুতেই মনে শান্তি আসছিল না সেই অবিবাহিত যুগলটির। বিলাসিতাপূর্ণ জীবন কাটাতে চেয়েছিল তারা। আর সেই কারণে অল্প সময়ে প্রচুর টাকা রোজগার করতে শেষমেশ নেমে পড়ে এই অবৈধ ব্যবসায়।
কী সেই ব্যবসা?
প্রথমে একটি OYO রুম ভাড়া করেন সেই দম্পতি। তারপর শুরু হয় ব্যবসা। ভাড়া করা হোটেলের রুমের মধ্য়েই রীতিমতো গাঁজার ঠেক খুলে বসে তারা। হু হু করে বাড়ে আয়। গাঁজা বেঁচেই কয়েক দিনে হাজার হাজার টাকা উপার্জন করে ফেলেন সেই দম্পতি। কিন্তু বেশিদিন নয়। শুক্রবার রাতেই সেই হোটেল তল্লাশি অভিযান চালায় টাস্ক ফোর্সের একটি দল। গাঁজা-সহ হাতেনাতে পাকড়াও হয় সেই যুগল।