Viral Video of PM Narendra Modi’s Nephew: প্রধানমন্ত্রীর সঙ্গে আছে রক্তের সম্পর্ক, আর পাঁচ জনের সঙ্গে মিশেই কুম্ভ মেলায় ভজন গাইলেন, এই যুবককে চেনেন?
Viral Video of PM Narendra Modi's Nephew: আর পাঁচটা সাধারণ ভক্তের সঙ্গেই মাদুর পেতে বসে একতাঁরা আর ঢোল নিয়ে তিন বন্ধু মিলে ভজন গাইছিলেন কুম্ভ মেলায়। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর অনুসারে ৫ ফেব্রুয়ারি মহাকুম্ভ মেলায় পুণ্যস্নান করতে প্রয়াগরাজে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার আগেই কুম্ভে পৌঁছে গেল তাঁর ভাইপো। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নিজের দুই বন্ধুর সঙ্গে মহাকুম্ভে গিয়েছেন তিনি।
কিন্তু এতে এত কথার কী আছে? প্রধানমন্ত্রীর ভাইপো কুম্ভ মেলায় যেতেই পারেন। আসলে যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে মাদুর পেতে বসে কুম্ভ মেলায় ভজন গাইছেন তিন যুবক। আরও ভাল ভাবে বললে কবির ভজন গাইছেন তাঁরা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে আর তাঁর মধ্যেই যিনি একতারা হাতে গান গাইছেন তিনি হলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইপো শচীন পঙ্কজভাই মোদি।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রধানমন্ত্রীর ভাইপো হলেও তা কাউকেই জানাননি তিনি। কেউ বলে না দিলে শচীনকে আলাদা করে প্রধানমন্ত্রীর ভাইপো হিসাবে সনাক্ত করতে পারবেন না। আর পাঁচটা সাধারণ ভক্তের সঙ্গেই মাদুর পেতে বসে একতাঁরা আর ঢোল নিয়ে তিন বন্ধু মিলে ভজন গাইছিলেন কুম্ভ মেলায়। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে শচীন মোদি ‘শ্রী রাম সখা মণ্ডল’ নামে একটি আখড়ার সঙ্গে যুক্ত। তাঁর দুই বন্ধু চ্যাটার্ড অ্যাকাউন্ট। শচীন মোদিদের এই দলটি আহমেদাবাদে এবং গান্ধীনগরের বিভিন্ন ক্যাফেটেরিয়াতে ঘুরে ঘুরে প্রত্যেক শনিবার হনুমান চল্লিশা পাঠ করে। ভাইরাল ভিডিওটিতে শচীন মোদির বাবা, প্রধানমন্ত্রীর ভাই পঙ্কজ মোদিকেও দেখা গিয়েছে। শচিন মোদি নিজে পেশায় একজন কম্পিউটার।
PM Modi’s nephew Sachin Modi video of singing bhajan in Mahakumbh goes viral#sachinmodi #MahaKumbh2025 #viralvideo #PMmodi pic.twitter.com/LF2KopIjo6
— Webdunia Marathi (@WebduniaMarathi) January 20, 2025
প্রসঙ্গত, দামোদরদাস মোদি এবং হীরাবেনের ছয় সন্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় সন্তান। অন্য ভাইবোনেরা হলেন অমৃত মোদি, পঙ্কজ মোদি, প্রহ্লাদ মোদি, সোমা মোদি এবং বাসন্তীবেন মোদি। পঙ্কজ মোদির পুত্র শচীন মোদি।