AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Export: আমেরিকায় ভারতীয় পণ্যের রমরমা, প্রতি ঘণ্টায় হচ্ছে ৮০ কোটি টাকার রফতানি

Export: দুই দেশের মধ্যে চলতি অর্থবর্ষের এই নয় মাসে বাণিজ্য হয়েছে ৮ লক্ষ ৫ হাজার ১০৮ কোটি টাকার। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা চলতে থাকলে দুই দেশের মধ্যে বাণিজ্যের আদানপ্রদান আগামিদিনে আরও বাড়বে।

Export: আমেরিকায় ভারতীয় পণ্যের রমরমা, প্রতি ঘণ্টায় হচ্ছে ৮০ কোটি টাকার রফতানি
| Updated on: Jan 27, 2025 | 11:11 AM
Share

নয়াদিল্লি: বিশ্ববাজারে ক্রমশ চাহিদা বাড়ছে ভারতীয় পণ্যের। সেই তালিকায় রয়েছে আমেরিকাও। সরকারি তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষের এপ্রিল থেকে ডিসেম্বরে আমেরিকায় ভারতীয় পণ্যের রফতানি বেড়েছে ৫.৫৭ শতাংশ (২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ৯ মাসের তুলনায়)। ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ ১৬ হাজার ৫৯৬ কোটি টাকার পণ্য রফতানি হয়েছে। যার অর্থ, প্রতি ঘণ্টায় ভারত থেকে ৮০ কোটি টাকার পণ্য আমেরিকায় রফতানি হয়েছে।

সরকারি তথ্য বলছে, শুধু ডিসেম্বরে ভারতীয় পণ্যের রফতানি বেড়েছে ৮.৪৯ শতাংশ। ভারতীয় মুদ্রায় ৬০ হাজার ৩৪০ কোটি টাকার পণ্য রফতানি হয়েছে শুধু ডিসেম্বরে।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ৯ মাসে আমেরিকা থেকে ভারতে আমদানি বেড়েছে ১.৯১ শতাংশ। মোট ২ লক্ষ ৮৭ হাজার ৯০৮ কোটি টাকার পণ্য ভারতে আমদানি হয়েছে। এর মধ্যে ডিসেম্বরে আমদানি বেড়েছে ৯.৮৮ শতাংশ। ভারতীয় মুদ্রায় ৩২ হাজার ৪৯৭ কোটি টাকার পণ্য আমদানি হয়েছে।

দুই দেশের মধ্যে চলতি অর্থবর্ষের এই নয় মাসে বাণিজ্য হয়েছে ৮ লক্ষ ৫ হাজার ১০৮ কোটি টাকার। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা চলতে থাকলে দুই দেশের মধ্যে বাণিজ্যের আদানপ্রদান আগামিদিনে আরও বাড়বে।

চলতি অর্থবর্ষের এই নয় মাসে ভারত ও চিনের মধ্যে বাণিজ্য় হয়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৪৫২ কোটি টাকার। বিশেষজ্ঞরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্যের লড়াই বাড়লে লাভবান হতে পারেন ভারতের রফতানিকারী সংস্থাগুলি। তবে ভারতীয় পণ্যে ট্রাম্প প্রশাসন অতিরিক্ত শুল্ক চাপালে তার প্রভাব দুই দেশের বাণিজ্যে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।