Pension Scheme: ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে পেনশনের নিয়ম, এবার প্রতি মাসে হাতে পাবেন এত টাকা…
UPS: ২০২৪ সালের ২৪ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করেন। এতে প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। এই স্কিমের অধীনে যে সকল কর্মীরা ২৫ বছর বা তার বেশি কাজ করেছেন, তারা বেসিক পে-র ৫০ শতাংশ পাবেন অবসরের পর।
নয়া দিল্লি: বদলে যাচ্ছে পেনশনের পদ্ধতি। এবার থেকে কার্যকর হচ্ছে ইউনিফায়েড পেনশন স্কিম। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ন্যাশনাল পেনশন স্কিমের অধীনেই ইউনিফায়েড পেনশন স্কিম বা ইউপিএস অপশনটি পাবেন। আগামী ১ এপ্রিল থেকেই তা কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে এ কথা জানানো হয়েছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে যে সকল সরকারি কর্মীরা আওতাভুক্ত, তারা সকলেই ইউপিএসের সুবিধা পাবেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করেন। এতে প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। এই স্কিমের অধীনে যে সকল কর্মীরা ২৫ বছর বা তার বেশি কাজ করেছেন, তারা বেসিক পে-র ৫০ শতাংশ পাবেন অবসরের পর।
- যারা ২৫ বছরের কম কিন্তু ১০ বছরের বেশি সরকারি পরিষেবা প্রদান করবেন, তারাও পেনশন পাবেন।
- ইউপিএসের অধীনে পারিবারিক বা নির্ভরশীল পেনশন বেনেফিটও পাওয়া যাবে। এক্ষেত্রে সরকারি কর্মীর বেতনের ৬০ শতাংশ পেনশন হিসাবে পাওয়া যাবে।
- যারা ১০ বছরের বেশি সরকারি চাকরি করবেন, তারা নিশ্চিতভাবে ১০ হাজার টাকা পেনশন পাবেন।
- ২০০৪ সালের পর অবসর গ্রহণ করেছেন, তারা সকলেই ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধা পাবেন। তবে সরকারি কর্মীরা চাইলে এনপিএস অপশনও বাছতে পারেন।