Fake Call Centre: শহরের বুকে ১ কোটি ৮০ লক্ষ টাকার সোনা উদ্ধার করল ইডি
Fake Call Centre: তদন্তকারীরা মনে করছেন, কল সেন্টার জালিয়াতির টাকায় কেনা সোনা ডিরেক্টরদের বাড়িতে লুকিয়ে রাখা রয়েছে। সেই সমস্ত ডিরেক্টরদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।
কলকাতা: কলকাতায় বসে কলসেন্টারের মাধ্যমে আন্তর্জাতিক প্রতারণার জাল! কলসেন্টার দুর্নীতিতে শহর জুড়ে তল্লাশি অভিযানে নামেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, কল সেন্টার মামলায় ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর সোনা ও নগদ টাকা। সূত্রের খবর, এক কোটি ৮০ লক্ষ টাকার সোনা উদ্ধার করে ইডি।
তদন্তকারীরা মনে করছেন, কল সেন্টার জালিয়াতির টাকায় কেনা সোনা ডিরেক্টরদের বাড়িতে লুকিয়ে রাখা রয়েছে। সেই সমস্ত ডিরেক্টরদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। চলতি সপ্তাহে একটি কল সেন্টারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ১০ জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিদেশি নাগরিকদের ঠকিয়ে টাকা হাতানোর অভিযোগ।
বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার বালিগঞ্জ, বাগুইআটি, নিউটাউন, সেক্টর ফাইভ-সহ হাওড়ার একাধিক জায়গাতেও তল্লাশি অভিযান চালান তাঁরা। নজরে রয়েছে কলকাতারই এক ব্যবসায়ী।
কীভাবে চলত প্রতারণা?
তদন্তকারীরা জানাচ্ছেন, বিদেশি নাগরিকদের সফটওয়্যার পরিষেবার নাম করে ফোন করা হত। তারপর তাঁদের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হত। শুধু সফটওয়্যার পরিষেবাই নয়, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসন সহ একাধিক পরিষেবা পাইয়ে দেওয়ার ভুয়ো আশ্বাস দিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল ওই কল সেন্টারের মাধ্যমে। তদন্তকারীরা এও জানতে পেরেছেন, ক্রিপ্টো কারেন্সিতে ২৫ থেকে ৩০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। প্রতারণার টাকায় প্রচুর পরিমাণে সোনাও কেনা হয়। তল্লাশিতে সেই সোনাই বাজেয়াপ্ত করলেন তদন্তকারীরা।