AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi in Kolkata: বৃষ্টি ভেস্তে দেবে না তো? এখন কী অবস্থা মোদীর সভার?

Narendra Modi in Kolkata: বিকাল ৪টে নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় নতুন তিনটি মেট্রো পথ উদ্বোধন করবেন তিনি। তারপর দমদম সেন্ট্রাল জেল ময়দানে রয়েছে সভা।

Narendra Modi in Kolkata: বৃষ্টি ভেস্তে দেবে না তো? এখন কী অবস্থা মোদীর সভার?
সেন্ট্রাল জেলের মাঠে মোদীর সভা Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Aug 22, 2025 | 11:36 AM
Share

কলকাতা: সকাল থেকে মুখ ভার আকাশের। রাতভর বৃষ্টির পরেও থামার এখনও বালাই নেই। মাথা উঁচু করলেই দেখা যাচ্ছে ধোঁয়ার মতো মেঘগুলো যেন ঘিরে রেখেছে শহরকে। এক কথায় আবহাওয়া দুর্যোগপূর্ণ। কিন্তু শহরে যে আজ বড় গুরুত্বপূর্ণ দিন। এই সময়ে আকাশের মুখ ভার ‘ব্যাকফুটে’ ফেলবে না তো বিজেপি কর্মী-সমর্থকদের?

আজ অর্থাৎ শুক্রবার বিকাল ৪টে নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় নতুন তিনটি মেট্রো পথ উদ্বোধন করবেন তিনি। তারপর দমদম সেন্ট্রাল জেল ময়দানে রয়েছে সভা। কিন্তু দুর্যোগপূর্ণ দিনে সেই সভায় কি লোক হবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ, যে জায়গায় এই সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী, সেখানে বরাবর জল জমার সমস্যা। বৃষ্টি হলে কলকাতাই ডুবে যায়, মোদীর সভাস্থল কি তা থেকে বাদ পড়বে?

প্রধানমন্ত্রীর আগমনের দেড় দিন আগে পর্যন্ত সভাস্থলের যা পরিস্থিতি ছিল, তা দেখে চোখ কপালে ওঠে আয়োজকদের। চারদিকে কাদা জমা, জলমগ্ন, কোথাও আবার সাপ বেরনোর সম্ভাবনা। অবশ্য, এই সমস্যাগুলিকে পেরতেও যথাসাধ্য চেষ্টা করেছে স্থানীয় প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় মাঠে তৈরি হয়েছে পাটাতন। ‘ঢেকে’ দেওয়া হয়েছে আকাশকে। মঞ্চ সংলগ্ন এলাকায় ভাঙাচোরা রাস্তায় ঢালা হয়েছে পিচ। সব মিলিয়ে মোদী আহ্বানে কার্যত তৈরি সভাস্থল।

বিকালে রয়েছে সভা, সকাল থেকে এখনও পর্যন্ত বিশেষ মানুষের আগমন ঘটেনি। শুধুমাত্র আয়োজকরা ও মঞ্চের অন্যান্য কাজের যুক্ত ব্যক্তিরাই সেখানে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্যোগ পূর্ণ আবহাওয়া হলেও কর্মী-সমর্থকদের প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে অসুবিধা হবে না। কর্দমাক্ত মাঠে কাঠের পাটাতনের উপর তৈরি হয়েছে সভা মঞ্চ। এছাড়াও যারা সভাস্থলে আসবেন, তাদের কোনও ভাবেই কাদা পেরিয়ে আসার মতো দুর্বিপাকে পড়তে হবে না। কারণ, গোটা ময়দান জুড়েই পাতা রয়েছে সেই পাটাতন। এছাড়াও, সভা চলাকালীন বৃষ্টি হলে, কাউকে যাতে ভিজতে না হয় সেই কথা মাথায় রেখে ক্যানোপি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে গোটা মঞ্চ সংলগ্ন এলাকা। রয়েছে কর্মী-সমর্থকদের জন্য বসার ব্যবস্থা। এক কথায়, মোদীর সভা স্থলে নেই কোনও ফাঁকি, ডুবে থাকা মাঠেই তৈরি ঝাঁ চকচকে মঞ্চ।