Durga Puja 2025: একডালিয়া থেকে হিন্দুস্তান পার্ক! চতুর্থীতেই মণ্ডপে মণ্ডপে খোদ পুলিশ কমিশনার
Police Commissioner of Kolkata: নিজেই পায়ে হেঁটে ঘুরে দেখলেন গড়িয়াহাট মোড়ের ভিড়। খতিয়ে দেখলেন ট্র্যাফিক ব্যবস্থা। কোথায় ভিড়ের চাপ বেশি সবটাই দেখলেন সরেজমিনে। কথা বলতে দেখা গেল পুলিশ বুথে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গেও।

কলকাতা: মহালয়ার পর থেকেই বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমেছে মানুষ। একাধিক নামজাদা মণ্ডপে নেমেছে মানুষের ঢল। টালা প্রত্য়য় থেকে সন্তোষ মিত্র স্কোয়ার, সুরুচি সংঘ থেকে সল্টলেকের একাধিক পুজো মণ্ডপ, সর্বত্রই দেখা যাচ্ছে ভিড়ের ছবি। এরইমধ্যে চতুর্থীতে শহরের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখতে রাস্তায় নামলেন খোদ পুলিশ কমিশনার মনোজ ভার্মা। একের পর এক পুজো মণ্ডপ পায়ে হেঁটে ঘুরে দেখার পাশাপাশি উদ্যোক্তাদের সঙ্গে কথাও বললেন।
নিজেই পায়ে হেঁটে ঘুরে দেখলেন গড়িয়াহাট মোড়ের ভিড়। খতিয়ে দেখলেন ট্র্যাফিক ব্যবস্থা। কোথায় ভিড়ের চাপ বেশি সবটাই দেখলেন সরেজমিনে। কথা বলতে দেখা গেল পুলিশ বুথে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গেও। ঘুরে দেখলেন একের পর এক পুজো মণ্ডপও। একাডালিয়া থেকে সিংহিপার্ক, হিন্দুস্তান পার্ক, নিজে গেলেন পুলিশ কমিশনার। তারপর সোজা চলে গেলেন বেহালার উদ্দেশ্যে।
একইসঙ্গে সাইবার নিরাপত্তা বাড়াতে এবার আলাদ করে স্টলও দিচ্ছে কলকাতা পুলিশ। নিরাপদে থাকতে দেওয়া হচ্ছে বার্তা। ইন্টারনেটের গোলক ধাঁধায় কোন পথে গেলে বিপদ বাড়তে পারে, কোন পথই বা সুরক্ষিত তাও বুঝিয়ে দেওয়া হচ্ছে মানুষকে। টিভি৯ বাংলার মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার বললেন, “মানুষের ঢল নেমে গিয়েছে। রাতে হয়তো আরও বাড়বে ভিড়। আমাদের প্ল্যান তৈরি রয়েছে। তবে এখন সাইবার অপরাধ ঠেকানো আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তাই এবার সাইবার নিরাপত্তা জোরদার করতে, সাইবার সচেতনতা বাড়াতে ১৯-২০টা কিয়স্ক করেছি। অনেক মানুষই এখানে আসছে।”
