Jyotipriya Mallick: বিকাল ৫টার পর বালুর গাড়ি এসে থামত, সল্টলেকের বিলাসবহুল বাড়ি ঘিরে বাড়ছে রহস্য
Ration Scam: জানা গিয়েছে, বিডি ব্লকের ওই অট্টালিকায় কেউ থাকেন না। স্থানীয় বাসিন্দাদের দাবি, ফাঁকা বাড়িতে একাধিকবার এসেছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়। স্থানীয়দের দাবি, বিকাল ৫টার পর এখানে জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয় আসত। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দার কথায়, "জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি আসত। ওনার কনভয় আমি দেখেছি।"
কলকাতা: রেশন দুর্নীতির তদন্ত করছে ইডি। এই মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। আর এবার নতুন তথ্য তদন্তকারীদের হাতে। রেশন দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার নজরে সল্টলেকের এক ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর বিলাসবহুল বাড়িতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আসতেন বলে তথ্য উঠে আসছে সূত্র মারফত।
জানা গিয়েছে, বিডি ব্লকের ওই অট্টালিকায় কেউ থাকেন না। স্থানীয় বাসিন্দাদের দাবি, ফাঁকা বাড়িতে একাধিকবার এসেছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়। স্থানীয়দের দাবি, বিকাল ৫টার পর এখানে জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয় আসত। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দার কথায়, “জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি আসত। ওনার কনভয় আমি দেখেছি।”
রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতেই গ্রেফতার হন বাকিবুর রহমানও। নদিয়ার চালকল মালিক বাকিবুরের সঙ্গে ইতিমধ্যেই বালুর যোগ পেয়েছে ইডি। এরইমধ্যে নতুন তথ্য সামনে আসছে। সল্টলেকের ডিসি ব্লকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি। সেই বাড়ি থেকে কার্যত ঢিল ছোড়া দূরত্বে বিডি ব্লক। সেই ব্লকেই সম্প্রতি ওই বিলাসবহুল বাড়ি কেনেন ওই ব্যবসায়ী। বাড়িটি মূলত ব্যবসায়িক কাজেই ব্যবহার করা হয় বলে সূত্রের খবর। ওই ব্যবসায়ীর সঙ্গে মন্ত্রীর কী সম্পর্ক তা যেমন খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ওই ব্যবসায়ীর চালকল বা গমকলের সঙ্গে যোগাযোগ কী, তাও দেখছে ইডি।