শাহরুখ হিন্দু! গৌরীর চাপে পড়ে কী করতে বাধ্য হয়েছিলেন শাহরুখ?
Relationship Gossip: শাহরুখ ও গৌরী যখন বিয়ে করবে বলে ঠিক করেন তখন গৌরীর বয়স মাত্র ২১। অন্যদিকে শাহরুখের বয়স ২৬ বছর। মেয়ে মুসলিম ছেলের সঙ্গে সম্পর্কে, কিছুতেই মেনে নিতে পারছিলেন না গৌরীর বাবা-মা।
গৌরী ও শাহরুখ খান– প্রায় ৩০ বছরের বিবাহিত জীবন তাঁদের। গৌরী হিন্দু, শাহরুখ মুসলিম– এত বছরের দীর্ঘ বিবাহিত জীবনে ধর্ম কি কখনও বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁদের কাছে? উত্তর দিলেন গৌরী। জানালেন, কীভাবে নাম বদলে শাহরুখকে নিয়ে যেতে হয়েছিল তাঁকে? কীভাবে হিন্দু সাজিয়ে দাঁড় করাতে হয়েছিল সকলের সামনে? কিন্তু কোথায়? শাহরুখ ও গৌরী যখন বিয়ে করবে বলে ঠিক করেন তখন গৌরীর বয়স মাত্র ২১। অন্যদিকে শাহরুখের বয়স ২৬ বছর। মেয়ে মুসলিম ছেলের সঙ্গে সম্পর্কে, কিছুতেই মেনে নিতে পারছিলেন না গৌরীর বাবা-মা।
গৌরীর কথায়, “বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার খুব ছোট ছিলাম। বিশেষত, এমন একজন মানুষের সঙ্গে যে কিনা ছবিতে অভিনয় করবে বলে ঠিক করেছে, একই সঙ্গে যে কিনা একেবারে ভিন্ন ধর্মের।” কিন্তু ভালবাসা কি আর ধর্ম মানে? তাই শাহরুখকে হিন্দু সাজিয়ে নিজের বাড়িতে নিয়ে যান গৌরী। তিনি যোগ করেন, “শাহরুখ থেকে ওর নাম বদলে অভিনব করে দিই, যাতে বাবা-মায়ের মনে হয় ও হিন্দু। এখন মনে হয় ওগুলো খুবই শিশুসুলভ ব্যাপার।”
তাঁর শিশুদের কী ধর্ম? এই প্রশ্ন বারেবারেই শুনতে হয়েছে গৌরীকে। তাঁর কাছে উত্তর রয়েছে এই প্রশ্নেরও। গৌরী যোগ করেন, “যখন দিওয়ালির অনুষ্ঠান হয় আমি পুজোর দায়িত্ব নিই। আর ইদ হলে শাহরুখ। সব অনুষ্ঠানই পালন করে আমার ছেলেমেয়েরা। ওদের জন্য ইদ-দিওয়ালি সবই আপন।” এ নিয়ে শাহরুখও একবার মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “মাঝেমধ্যে ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে, ওদের ধর্ম কী? আমি আকাশের দিকে তাকিয়ে ওদের বলি, “তুমি ভারতীয় আর তোমার ধর্ম মনুষ্যত্ব।” আর বলি, “তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা–ইনসান কি অওলাদ হ্যায়, ইনসান বনেগা”। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ-গৌরী। সে সময় শাহরুখ কিং খান হননি। শূন্য থেকে শুরু করেছিলেন দু’জনে। আজ তিনি প্রতিষ্ঠিত। তাঁদের রয়েছে তিন সন্তানও। সব মিলিয়ে এখন সুখের সংসার তাঁদের।