Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Scam: বালুর চিঠিতে শঙ্করের নাম, কে কাকে বাঁচাতে চাইছে? আঢ্যর দাবি ঘিরে হইচই

Sankar Addhya: ইডির অফিসাররা নাকি বালুর একটি কাগজ দেখিয়েছিলেন শঙ্করকে। আর তারপরই গ্রেফতার। পরে আদালতে ইডি জানায়, এসএসকেএম-এ ভর্তি বালুর সঙ্গে তাঁর মেয়ের চিঠি চালাচালির কথা। সেই চিঠিতেই নাকি উল্লেখ রয়েছে শঙ্করের নাম।

Ration Scam: বালুর চিঠিতে শঙ্করের নাম, কে কাকে বাঁচাতে চাইছে? আঢ্যর দাবি ঘিরে হইচই
বালুর সঙ্গে শঙ্কর (ফাইল ছবি, বাম দিকে), ইডির অফিসের সামনে শঙ্কর (ডানদিকে)Image Credit source: Facebook and TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2024 | 7:28 PM

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো রেশন দুর্নীতির তদন্তেও পরতে পরতে নতুন রহস্য। গত সপ্তাহেই টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে বনগাঁর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে। গ্রেফতারির সময় থেকেই উঠে আসছিল জ্যোতিপ্রিয়র সঙ্গে তাঁর যোগের কথা। ইডির অফিসাররা নাকি বালুর একটি কাগজ দেখিয়েছিলেন শঙ্করকে। আর তারপরই গ্রেফতার। পরে আদালতে ইডি জানায়, এসএসকেএম-এ ভর্তি বালুর সঙ্গে তাঁর মেয়ের চিঠি চালাচালির কথা। সেই চিঠিতেই নাকি উল্লেখ রয়েছে শঙ্করের নাম।

যেখান থেকে শঙ্করের নাম জড়াল রেশন দুর্নীতির তদন্তে, বালুর সেই চিঠি ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। যে চিঠি থেকে যাবতীয় ঘটনার সূত্রপাত, সেই চিঠি নিয়েই এবার মুখ খুললেন শঙ্কর আঢ্য। বালুর চিঠিতে কীভাবে এল তাঁর নাম? প্রশ্ন করতেই শঙ্করের সটান জবাব, কেউ নিজেকে বাঁচানোর জন্যই হয়ত এই কাণ্ড ঘটাতে পারেন। স্বাস্থ্য পরীক্ষার পর ইডির অফিসে যখন নিয়ে আসা হচ্ছিল শঙ্করকে, তখন সাংবাদিকরা প্রশ্ন করেন চিঠির বিষয়ে। কেন তাঁর নাম এল চিঠিতে? শঙ্কর বললেন, “ভগবান জানে। কেউ বাঁচার জন্য হয়ত করতে পারে।”

যদিও এর বেশি আর কোনও মন্তব্য করেননি শঙ্কর আঢ্য। বুধবার শিয়ালদহ বি আর সিং হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছিল বনগাঁর দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন পুরপ্রধান শঙ্করকে। সেখান থেকে ইডি অফিসে নিয়ে ঢোকার সময়, এইটুকু জবাব দিয়েই ভিতরে চলে যান শঙ্কর আঢ্য। উল্লেখ্য, শঙ্করের গ্রেফতারির পর থেকে বার বার চর্চা হচ্ছিল বালুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা নিয়ে। যদিও সেই তত্ত্ব উড়িয়ে দিয়েছেন শঙ্কর। তাঁর বক্তব্য, যদি তিনি এতটাই ঘনিষ্ঠ হতেন জ্যোতিপ্রিয়র, তাহলে জ্যোতিপ্রিয় তাঁকে সরালেন কেন? আর এবার বালুর চিঠি প্রসঙ্গে প্রশ্ন করতেই আরও বিস্ফোরক শঙ্কর।