‘রেজাল্ট বেরিয়ে গিয়েছে, ভোটটা শুধু ফর্মালিটি’, আত্মবিশ্বাসের সঙ্গে দাবি দিলীপের
মোদী (Narendra Modi), অমিত শাহ (Amit Shah) বার বার দাবি করেছেন মমতা ১ তারিখেই হেরে গিয়েছেন। অর্থাৎ নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দুর জয় নিশ্চিত।
কলকাতা: নন্দীগ্রামের ভোট শেষ হওয়ার পর থেকে বিজেপি বারবার দাবি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন। আর সভায় গিয়ে মমতা দাবি করছেন, তিনিই নন্দীগ্রামে জিতবেন। এরই মধ্যে শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, ‘ভোটটা শুধুই ফর্মালিটি, রেজাল্ট বেরিয়ে গিয়েছে।’ আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই বললেন তিনি। তাঁর আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস একেবারে তলানিতে ঠেকেছে।
উত্তরবঙ্গে প্রচারে গিয়ে দিনহাটার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ভোটের পরও কিছু গদ্দার চলে যাবে।’ সেই প্রসঙ্গে শনিবার দিলীপ ঘোষ বলেন, ‘আত্মবিশ্বাস এত নিচে নেমে গিয়েছে যে ওনার কর্মীদের ওপর, বিধায়কদের ওপর কোনও ভরসা নেই। তাঁর দাবি, যারা এখনও দলে আছে তারা জিতে চলে যাবে অন্য দলে। মমতাকে বার্তা দিয়ে, দিলীপ ঘোষ আরও বলেন, ‘এরকম ভয় যখন আছে তাহলে রাজনীতি করছেন কেন?’ এরপরই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আত্মবিশ্বাস একেবারে তলানিতে চলে গিয়েছে, জাস্ট ফর্মালিটি করে ইলেকশনটা শেষ করতে হবে, রেজাল্ট হয়ে গিয়েছে।’
আরও পড়ুন: কেন দেবশ্রীকে প্রার্থী করেননি, নিজেই জানালেন মমতা
টাকা দিয়ে বিধায়ক কেনার কথা মমতা একাধিকবার বলেছেন। বিভিন্ন সভা থেকে তিনি বলেছেন, ‘বিজেপি টাকার ব্যাগ নিয়ে ঘুরছে। নেতাদের কেনার জন্য অফার দিচ্ছে।’ মমতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতাকে মমতার ফোন কররা প্রসঙ্গে ঠেনে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘উনি নিজেই ফোন করছেন, আমি তো কাউকে ফোন করিনি।’
আরও পড়ুন: ভয়াবহ রূপ করোনার, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক হতে পারে মোদীর, ফের কোনও বড় সিদ্ধান্ত?
তাঁর দাবি, দিলীপ ঘোষ কাউকে ফোন করছে না, আর এটাই পার্থক্য। তৃণমূলের টাকায় টান পড়েছে বলেও উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। নিজে গদ্দারি শিখিয়ে এখন বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।