West Bengal Election 2021: তৃতীয় দফা ভোটের আগে ফের একাধিক পুলিশ কর্তাকে বদল করল কমিশন
West Bengal Election 2021 LIVE News: ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় বাংলার ২৯৪টি বিধানসভা আসনে চলবে ভোটগ্রহণ। ২ মে ভোটের গণনা।
তৃতীয় দফা ভোটের আগে আলিপুরদুয়ারের এসপি অমিতাভ মাইতি, চন্দননগরের ডিসিপি তথাগত বসু, ব্যারাকপুরের ডিসি জোন ২ কে বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। সরানো হয়েছে ডায়মন্ড হারবারের এসপি মিঠুন দে-কে সরানো হয়েছে। সরানো হয়েছে ফলতার আইসিকেও। প্রসঙ্গত ২০১৯ লোকসভা ভোটেও অমিতাভ মাইতি ও মিঠুন দেকে সরিয়েছিল নির্বাচন কমিশন।
LIVE NEWS & UPDATES
-
বীরভূমে আরও এক আসনে প্রার্থী বদল করল তৃণমূল
ফের তৃণমূলের প্রার্থী বদল। এবার বীরভূমের মুরারইতে নতুন প্রার্থী করা হল মুশারফ হোসেনকে। এর আগে বীরভূমের দুবরাজপুরে প্রার্থী বদল করে ঘাসফুল শিবির। এছাড়া আমডাঙা, অশোকনগর, মাটিগাড়া নকসালবাড়ি আসনে নতুন করে প্রার্থী দেওয়া হয়েছে।
-
কৌশানির ‘মা-বোন’ মন্তব্য নিয়ে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
কৃষ্ণনগরর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জেরে এ বার রিপোর্ট তলব করল কমিশন। প্রচারে বেরিয়ে বিরোধী দলের সমর্থকদের উদ্দেশে কটূক্তি করার কারণে এ দিন রিপোর্ট তলব করেছে কমিশন। প্রসঙ্গত, আজই কমিশনের দ্বারস্থ হয়ে কৌশানির বিরুদ্ধে নালিশ জানিয়েছিল বিজেপি। প্রচারে বেরিয়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ঘরে কিন্তু মা, বোন আছে। ভোটটা ভেবে দিবি’। যদিও পরে তিনি সাফাই দিয়ে বলেন, “ওঁনাদের (বিজেপি) শাসিত রাজ্যে মা, বোনেরা একেবারেই সুরক্ষিত নন। উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ওখানে দুপুর তিনটের পর মা, বোনেদের বের হতে দেওয়া হয় না। তাঁরা দরজা বন্ধ করে থাকে। ওখানে মা, বোনেদের ধর্ষণ করা হয়।” সঙ্গে পশ্চিমবঙ্গের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “দিদির নেতৃত্বে আমরা সুরক্ষিত আছি। এই রাজ্যে যেন তেমনটা না হয়, সে কারণেই সতর্ক করেছি।” কৌশানির এই মন্তব্যের প্রেক্ষিতেই এ দিন রিপোর্ট তলব করেছে কমিশন।
সবিস্তারে পড়ুন: ‘ঘরে মা, বোন আছে তো…’, বিতর্কিত ভিডিয়ো ভাইরাল, সাফাই দিলেন কৌশানি
-
-
মমতার ‘কানে কানে’ মোদী বলে গেলেন, বারাণসী থেকে লড়লে কী হবে?
‘নন্দীগ্রামে হেরে যাচ্ছেন মমতা’, বিভিন্ন সভা থেকে এমনটা দাবি করছেন বিজেপি (BJP) নেতারা। এরই মধ্যে আবার মমতার দ্বিতীয় আসন থেকে লড়ার জল্পনা উস্কে দিয়ে গিয়েছিলেন মোদী (Narendra Modi)। আর তা নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর। দলের তরফেই শুধু নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) সভায় গিয়ে সাফ জানিয়েছেন যে তিনি আর কোনও কেন্দ্র থেকে লড়বেন না। এসবের মধ্যে মোদীকে খোঁচা দিতে মহুয়া মৈত্র (Mahua Moitra) লিখে বসলেন, ‘হ্যাঁ মমতা লড়বেন, বারাণসী থেকে’। এবার রাজ্যে এসে সেই খোঁচার জবাব দিলেন মোদী। বারাণসীতে যেতেই পারেন! কিন্তু গেলে মমতার কী হবে সেটাই বলে গেলেন তিনি।
বিস্তারিত পড়ুন: মমতার ‘কানে কানে’ মোদী বলে গেলেন, বারাণসী থেকে লড়লে কী হবে?
-
সিঙ্গুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা: মোদী
এবার বিধানসভা নির্বাচনে একটাই কেন্দ্রে নজর গোটা রাজনৈতিক মহলের, নন্দীগ্রাম । যে আন্দোলন মমতাকে রাজ্যের মসনদ উপহার দিয়েছিল, সেই কেন্দ্রই এবার নির্ণায়ক হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে মমতার আন্দোলনের ইতিহাসে সিঙ্গুরের (Singur) নামও যথেষ্ট উজ্জ্বল। তৃতীয় দফার আগে সেটাই আবারও প্রকট ও প্রাসঙ্গিক হয়ে উঠছে। এক দিকে মমতা টাটাদের ফেরানো সেই সিঙ্গুরে গিয়ে মমতা দাবি করেছেন, তিনি আসলে সিঙ্গুর থেকেই লড়বেন বলে ঠিক করেছিলেন। অন্য দিকে, তখন রাজ্যে এসে নরেন্দ্র মোদী বলে গেলেন, ‘সিঙ্গুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা।’
বিস্তারিত পড়ুন: সিঙ্গুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা: মোদী
-
মমতাই হবেন মুখ্যমন্ত্রী, খেলা শেষের বার্তা দিলেন দেব
একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) তৃণমূলের (TMC) নয়া স্লোগান ‘খেলা হবে’। তবে তৃতীয় দফা ভোটের আগে সেই খেলা শেষ করার বার্তা দিলেন তৃণমূলের তারকা প্রার্থী তথা সাংসদ দীপক অধিকারী। জানিয় দিলেন তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে শনিবার তৃতীয় দফার ভোটগ্রহণের আগে গোঘাটে তৃণমূল প্রার্থী মানস মজুমদারের সমর্থনে একটি সভা করেন দেব (Dev)। সেখান থেকে তাঁর বার্তা, মিথ্যা অপপ্রচার করে মানুষ মানুষে যে দেওয়াল তোলার চেষ্টা চলছে এই ভোটে তাদের খেলা শেষ হবে।
বিস্তারিত পড়ুন: মমতাই হবেন মুখ্যমন্ত্রী, খেলা শেষের বার্তা দিলেন দেব
-
-
তারকেশ্বরে মমতা: নবদ্বীপ এলাকায় আমরা ইসকন মন্দির করে দিচ্ছি
নবদ্বীপ এলাকায় আমরা ইসকন মন্দির করে দিচ্ছি। অনুকূল ঠাকুর, লোকনাথ ঠাকুরের মন্দিরের জন্য আমরা জমি দিচ্ছি, আগে কেউ মন্দির এর উন্নয়নের কাজ করেনি। আমরা সেটা করে দিয়েছি। রাজ্যের নানা জায়গায় আমরা মন্দির করে দিয়েছি।
-
তারকেশ্বরে মমতা: তাঁতিদের জন্য তাঁতসাথী করে দিয়েছি
তাঁতিরা যাতে ভাল করে কাজ করতে পারেন, তার জন্য আমরা তাঁতসাথী প্রকল্প চালু করেছি। আমরা আমাদের এখানের তাঁতিদের জন্য আগাম রাজ্যের পক্ষ থেকে বরাত দিয়েছি। আমরা চাই, আমাদের বরাত নিয়েই বেঁচে থাক বাংলার তাঁতশিল্পীরা।
-
‘অমিত শাহের বড় হা’, কুলপিতে বললেন মমতা
বাংলাকে বাঁচাতে হলে প্রার্থী নয়, তৃণমূল প্রতীককেই মাথায় রাখতে হবে। বিজেপি বাংলায় এলে, এ রাজ্যের সংস্কৃতিকে নষ্ট করে দেবে। শনিবার কুলপির জনসভা থেকে এভাবেই মূল বিরোধী শক্তিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন: ‘অমিত শাহের বড় হা, শুধু দাঙ্গা করবে, বলুন একদম হবে না’: মমতা
-
Suvendu Adhikari in Mathavanga: ‘প্রধানমন্ত্রীকে শালা বলছেন, এটা কোনও মুখ্যমন্ত্রীর ভাষা?’
প্রত্যেক সভায় গিয়ে একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘শালা’ বলছেন, অমিত শাহকে ‘হোদলকুতকুত’ বলছেন। এটা কোনও মুখ্যমন্ত্রী ভাষা?’। মাথাভাঙার সভা থেকে এই প্রশ্নই তুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আমরা বিধান রায়কে দেখেছি, অজয় মুখোপাধ্যায়কে দেখেছি। কোনও মুখ্যমন্ত্রীকে এই ধরনের ভাষা ব্যবহার করতে দেখিনি।’ অমিত শাহ এখানে রাজবংশীদের জন্য ৫০০ কোটির প্রকল্প আনার কথা বলেছেন বলে জানান তিনি। মদন মোহন মন্দিরকে কেন্দ্র করে আন্তর্জাতিক তীর্থ ক্ষেত্র করার কথাও এ দিন বলেন শুভেন্দু।
-
দেবশ্রীকে নিয়ে ক্ষোভ ছিল, তাই ওকে প্রার্থী করিনি: মমতা
বিদায়ী বিধায়ককে নিয়ে ক্ষোভ ছিল। তাই তাঁকে প্রার্থী করা হয়নি। শনিবার রায়দিঘিতে ভোটের প্রচারে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক দেবশ্রী রায়।
বিস্তারিত পড়ুন: Mamata Banerjee at Raidighi: দেবশ্রীকে নিয়ে ক্ষোভ ছিল, তাই ওকে প্রার্থী করিনি: মমতা
-
তৃণমূল প্রার্থী কোভিড পজিটিভ
তপন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু করোনা আক্রান্ত৷ শুক্রবার রাতেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছে।
-
বিজেপির দলীয় কার্যালয়ে আগুন
ভোট-পরবর্তী হিংসায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়। বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার তাজপুর এলাকার ঘটনা। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। শাসকদল অভিযোগ অস্বীকার করেছে।
Published On - Apr 03,2021 10:39 PM