সাতসকালে এসএসকেএমে চলল গুলি, রক্তাক্ত পুলিশ আধিকারিক

কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখতে পুলিশ (Police)।

সাতসকালে এসএসকেএমে চলল গুলি, রক্তাক্ত পুলিশ আধিকারিক
আহত এসআই হাসপাতালে ভর্তি।
Follow Us:
| Updated on: Apr 03, 2021 | 11:14 AM

কলকাতা: সাতসকালে এসএসকেএমে চলল গুলি। সার্ভিস রিভলভারের গুলিতে রক্তাক্ত এসআই। হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং যাওয়ার পথে উডবার্নের পিছনে একটি নতুন ভবন হচ্ছে। শনিবার সকালে সেখানেই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের বিশেষ টিম। আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কোনও ঘটনা এর পিছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

লালবাজার সূত্রে খবর, অভিবাসন দফতরে কর্মরত সাব ইন্সপেক্টর এলকে চৌধুরী শনিবার সকালে এসএসকেএমের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে কর্তব্যরত ছিলেন। হঠাৎই কান ফাটানো গুলির শব্দে কেঁপে ওঠে হাসপাতাল চত্বর। এরপরই ছুটে গিয়ে অন্য নিরাপত্তা রক্ষীরা দেখেন এলকে চৌধুরী মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।

হাসপাতালের কর্মীরা তাঁকে উদ্ধার করে ট্রমা কেয়ারে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর, এসআই-এর মাথার সামনের দিকে ক্ষতচিহ্ন রয়েছে। তবে তা গুলির আঘাত কি না তা বুঝতে সিটি স্ক্যান করা হবে। ওই পুলিশ আধিকারিকের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তারপরই সিটি স্ক্যান করা সম্ভব হবে।