Sacked Teacher: OMR প্রকাশের সম্ভাবনা ক্ষীণ, তাহলে কীসের ভিত্তিতে তালিকা প্রকাশ? এই তালিকায় সমস্যা কি মিটবে? কী বলছেন বিশেষজ্ঞরা
Sacked Teacher: গত ১১ এপ্রিল সুপ্রিম নির্দেশে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ছিলেন এসএসসি কর্তাও। বৈঠকে নির্ধারিত হয়, ২১ তারিখ তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে। তবে কথা ছিল ২২ লক্ষ ওএমআর-ও প্রকাশ করবে কমিশন।

কলকাতা: যোগ্য কারা, আজই নির্ধারিত হয়ে যাবে তা? আর কিছু সময়ের অপেক্ষা। সোমবার বিকালের পর ওয়েবসাইটে তালিকা আপলোড করবে এসএসসি। সূত্রের খবর, আপাতত দফায় দফায় আইনজীবীদের পরামর্শ নিচ্ছে SSC। তালিকা কীভাবে আপলোড করলে আইনি সমস্যা হবে না, সে নিয়েই দফায় দফায় আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এসএসসি কর্তারা। তবে OMR আপলোড হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সুপ্রিম নির্দেশে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ছিলেন এসএসসি কর্তাও। বৈঠকে নির্ধারিত হয়, ২১ তারিখ তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে। তবে কথা ছিল ২২ লক্ষ ওএমআর-ও প্রকাশ করবে কমিশন। কিন্তু ওএমআর প্রকাশের সম্ভাবনা এখন ক্ষীণ বলেই জানা যাচ্ছে। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছিল এসএসসি। এসএসসির কাছে যোগ্য ও অযোগ্যদের জেলাওয়াড়ি তালিকা চায় বিকাশ ভবন।
জেলায় জেলায় থাকা ডিআই বা স্কুল পরিদর্শকদের সেই ভিত্তিতে কাজে লাগায় শিক্ষা দফতর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই জেলাজুড়ে চিহ্নিত করা হয় চাকরিহারাদের।
চাকরিহারাদের দাবি ছিল, যোগ্য অযোগ্য তালিকা পৃথক ভাবে প্রকাশ করতে হবে। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একেবারে ব্যকরণ মেনে সেই তালিকা প্রকাশ করা হবে না। আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নিয়ে এসএসসি যেভাবে তালিকা প্রকাশ করতে চাইছে, তাতে একদম আলাদা ভাবে দুটো পক্ষকে দেখানো সম্ভব হবে না। আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নিয়ে লিখিত বিবৃতি পাওয়ার পরই ওয়েবসাইটে তালিকা প্রকাশ করবে এসএসসি। সেটাও প্রকাশ করতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে পারে।
কিন্তু ওএমআর প্রকাশের সম্ভাবনা ক্ষীণ কেন?
সুুপ্রিম কোর্টের শেষবারের শুনানিতে আইনজীবী ফিরদৌস শামিম দাবি করেছিলেন ওএমআর শিট প্রকাশ করা হোক। কিন্তু সেদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কোনও ইতিবাচক মন্তব্য করেননি। নেতিবাচকও করেননি। সেই যুক্তি খাড়া করতে পারে এসএসসি। সেক্ষেত্রে ওএমআর প্রকাশ নাও করতে পারে।
এই তালিকা প্রকাশ হলে কি সমস্যা মিটে যাবে?
বিশেষজ্ঞরা বলছেন, এই তালিকা প্রকাশের পরও সমস্যা মিটবে না। তার কারণ, অযোগ্যদের তালিকা এসএসসি সুপ্রিম কোর্টে আগেও দিয়েছে। তাতে কিন্তু জটিলতা কাটেনি। ফলে সম্ভাবনা খুবই ক্ষীণ।

