Sandip Ghosh: ‘বেআইনি ভাবে আটকে রেখেছে’, সন্দীপের অভিযোগ শুনেই বিচারপতি বললেন…

Sandip Ghosh: সোমবার হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, সিবিআই স্পেশাল কোর্টের এক্তিয়ার আছে প্রয়োজনীয় পদক্ষেপ করার। স্পেশাল সিবিআই কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের হাজির যদি না করা হয় সেক্ষেত্রে ওই রায় চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট জায়গায় আবেদন করতে হবে।

Sandip Ghosh: 'বেআইনি ভাবে আটকে রেখেছে', সন্দীপের অভিযোগ শুনেই বিচারপতি বললেন...
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কী বললেন..Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2024 | 5:32 PM

কলকাতা: হাইকোর্টে ফের ধাক্কা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আরজি কর মেডিক্যাল কলেজের বেআইনি মামলায় ধৃত সন্দীপ ঘোষ ও বাকিদের ‘বেআইনি ভাবে আটকে রাখার’ অভিযোগ গুরুত্বই দিল না আদালত। বস্তুত, গত ৭ অক্টোবর নিম্ন আদালত সন্দীপ ও অন্যান্যদের নির্দেশ দিয়েছিল তাঁদের ২১ অক্টোবর এই মামলায় হাজির করতে হবে। এই নিয়ে সিবিআই-এর তরফে সিবিআই কোর্টের অনুমতিও নেওয়া হয়েছিল। এরপরই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ তুলে পৌঁছন কলকাতা হাইকোর্টে।

সোমবার হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, সিবিআই স্পেশাল কোর্টের এক্তিয়ার আছে প্রয়োজনীয় পদক্ষেপ করার। স্পেশাল সিবিআই কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের হাজির যদি না করা হয় সেক্ষেত্রে ওই রায় চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট জায়গায় আবেদন করতে হবে। আইনজীবীদের বক্তব্য, এ ক্ষেত্রে রায়ের রিভিশন চাওয়া যেতে পারে। কিন্তু প্রাথমিকভাবে কোনও অনৈতিক কিছু দেখছে না হাইকোর্ট।

উল্লেখ্য, তিলোত্তমার ঘটনার পাশাপাশি আরজি করের আর্থিক দুর্নীতিরও তদন্ত করছে সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছেন সন্দীপ ছাড়াও তাঁর নিরাপত্তারক্ষী সহ একাধিক।