AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Santanu Sen: শান্তনু কি বিজেপিতে যাচ্ছেন? সোজাসাপ্টা বলে দিলেন…

Santanu Sen: বস্তুত, গত বছরের অগস্টে আরজি কর-কাণ্ডের সময় মুখ খোলার পর থেকে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শান্তনুর। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। একাধিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

Santanu Sen: শান্তনু কি বিজেপিতে যাচ্ছেন? সোজাসাপ্টা বলে দিলেন...
শান্তনু সেনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 07, 2025 | 4:41 PM
Share

কলকাতা: তৃণমূল সাসপেন্ড করেছে তাঁকে। দু’বছরের জন্য তাঁর যে রেজিস্ট্রেশন বাতিল করেছিল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। তবে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ খারিজ করে দেয়। হাইকোর্টের সেই রায়ের পরই সাংবাদিক বৈঠকে বসেন শান্তনু সেন। সংবাদ মাধ্যমের কর্মীরা তাঁকে প্রশ্ন করেন, এবার কি বিজেপি-তে যোগ দেবেন তিনি? তৃণমূল থেকে সাসপেন্ড এই নেতা স্পষ্ট জানালেন না।

বস্তুত, গত বছরের অগস্টে আরজি কর-কাণ্ডের সময় মুখ খোলার পর থেকে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শান্তনুর। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। একাধিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। সেই সময়ই প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম ও শান্তনু সেনকে সাসপেন্ড করে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। এরপর আবার পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল তাঁর ডিগ্রি অবৈধ বলে।

এ দিন, কোর্টের শুনানির পর শান্তনু বলেন, “এই দলটা করার জন্য মার খেয়েছি। আমার পরিবার আক্রান্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমায় দু’দুবার কাউন্সিলর করেছেন। রাজ্যসভার সাংসদ করেছেন, দলের মুখপাত্র করেছেন। আমার স্ত্রী এখন কাউন্সিলর। আমি এতটাও বেইমান নই যে সেই দলের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করব। আমি তৃণমূলের অনুগত সৈনিক ছিলাম, আছি, থাকব।”