Sayantika And Reyat Hossain’s Oath: বোস বড় না বিমান! সায়ন্তিকাদের শপথে বিধানসভায় খেলা ঘোরালেন ডেপুটি স্পিকার
Sayantika And Reyat Hossain’s Oath: আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "অধ্যক্ষ থাকতে আমি শপথ বাক্য পাঠ করাতে পারি না। এই ধৃষ্টতা আমার নেই। আমি এই অসৌজন্যতা দেখাতে পারব না। আমার অনুরোধ স্পিকার আপনি এই দায়িত্ব পালন করুন।"
কলকাতা: বিতর্ক জিইয়ে রেখেই শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় নয়, জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ডেপুটি স্পিকার নাম প্রস্তাব করেন স্পিকারের। এরপর উপস্থিত সদস্যদের সম্মতিতে শপথ বাক্য পাঠ করালেন স্পিকার। তবে রাজ্যপালের নির্দেশ অমান্য করা হল? প্রশ্ন থেকেই যাচ্ছে।
গত মাসের ৪ জুন ভগবানগোলা ও বরাহনগর বিধানসভার উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। তারপর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। শপথবাক্য কে পাঠ করাবেন সেই নিয়ে চর্চা চলছিল ক্রমাগত। এরপর রাজ্যপাল বোস নাম প্রস্তাব করেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের। তবে তিনি গতকাল থেকেই বেঁকে বসেন। তাঁর বক্তব্য স্পিকারের উপস্থিতিতে তিনি শপথবাক্য পাঠ করাতে পারবেন না। আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “অধ্যক্ষ থাকতে আমি শপথ বাক্য পাঠ করাতে পারি না। এই ধৃষ্টতা আমার নেই। আমি এই অসৌজন্যতা দেখাতে পারব না। আমার অনুরোধ স্পিকার আপনি এই দায়িত্ব পালন করুন।”
এরপর ঘড়ির কাঁটায় ঠিক ২টো বেজে ২৪ মিনিট। ডেকে পাঠানো হয় দুই জন প্রতিনিধিকে। প্রথমে শপথ বাক্য পাঠ করেন রেয়াত হোসেন সরকার। তারপর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিধায়করা তাঁদের ‘জয় বাংলা’ বলে স্বাগত জানান। তবে রাজ্যপাল যেহেতু গোটা বিষয়টির জন্য ডেপুটি স্পিকারকে নির্দেশ দিয়েছিলেন ফলে এরপর রাজ্যপাল বোসের তরফ থেকে নতুন কোনও পদক্ষেপ করা হয় কি না সেই দিকেই নজর থাকবে।