Sealdah Main Line Train Problem: নন ইন্টারলকিংয়ের কাজ, সঙ্গে ঝড়-বৃষ্টি, দুর্ভোগের ত্র্যহস্পর্শে নাকাল শিয়ালদা মেন লাইনের যাত্রীরা

Shrabanti Saha

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Mar 17, 2023 | 10:52 AM

Sealdah Main Line Train Problem: রীতিমতো হুড়োহুড়ি পড়ে যাচ্ছে যাত্রীদের মধ্যে। অনেকেই আতঙ্কিত। ঘুরপথে গন্তব্যে যেতে গিয়েও অনেকটাই দেরি হয়ে যাচ্ছে।

Sealdah Main Line Train Problem: নন ইন্টারলকিংয়ের কাজ, সঙ্গে ঝড়-বৃষ্টি, দুর্ভোগের ত্র্যহস্পর্শে নাকাল শিয়ালদা মেন লাইনের যাত্রীরা
ট্রেন বাতিল।

কলকাতা:  শিয়ালদা মেন লাইনে চরমে যাত্রী ভোগান্তি। নৈহাটি-কল্যাণী স্টেশনের মধ্যে নন ইন্টারলকিংয়ের কাজ, সঙ্গে দোসর ঝড়বৃষ্টি। রেললাইনে গাছ পড়ে গিয়ে বিপত্তি। সকাল থেকেই অধিকাংশ ট্রেনই দেরিতে চলেছে। বাতিল বহু ট্রেন। দীর্ঘ সময় পেরিয়ে যে ট্রেন আসছে তাতে অত্যন্ত ভিড়। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যাচ্ছে যাত্রীদের মধ্যে। অনেকেই আতঙ্কিত। ঘুরপথে গন্তব্যে যেতে গিয়েও অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। ভোগান্তির শিকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও। প্রথমে ১৪ মার্চ নৈহাটি-কল্যাণী স্টেশনের মধ্যে নন ইন্টারলকিংয়ের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। সময়সীমা বাড়ানো হয়েছে। আদতে কবে শেষ হবে মেইন লাইনে ট্রেনের সমস্যা, প্রশ্ন ভুক্তভোগীদের । শুক্রবারও শিয়ালদহ মেন শাখায় হালিশহর থেকে কল্যাণী অবধি নন-ইন্টারলকিং কাজ চলায় ৮ জোড়া ট্রেন বাতিল হয়েছে। নৈহাটি অবধি নন ইন্টারলকিংয়ের কাজ শেষ হওয়া পর্যন্ত বাতিল হওয়া ট্রেনের সংখ্যা কমবে। কমবে যাত্রী হয়রানিও। কিন্তু এখনও পর্যন্ত কোনও আশার আলো দেখা যায়নি। ২০ মার্চ পর্যন্ত মোট ১৯ জোড়া ট্রেন এমনিতেই বাতিল রয়েছে। সেই দুর্ভোগ তো ছিলই। সঙ্গে বৃহস্পতিবার রাতের ঝড় বৃষ্টি।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ উপড়ে পড়েছে একাধিয় জায়গায়। লাইনের ওপরে গাছ উপড়ে পড়ায় সোনায় সোহাগা অবস্থা।  ফলে শুক্রবার ভোর থেকেই শুরু হয়ে যায় চরম অশান্তি। ভোরে দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করার পরও ট্রেন আসে না। প্ল্যাটফর্মে ট্রেনের গতিবিধি সম্পর্কেও কোনও ঘোষণা করা হয়নি। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অনেকেই ঘুরপথে বনগাঁ লাইনের ট্রেনে ধরে গন্তব্যে পৌঁছন। এই সমস্যা কতদিন চলবে, সেটাই প্রশ্ন নিত্যযাত্রীদের।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla