AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah Rail Division: শিয়ালদহে War Room! পুজোর মাঝেই বড় পদক্ষেপ নিয়ে নিল রেল

Indian Railway in Durga Puja 2025: শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, গতকাল অর্থাৎ শুক্রবার থেকে প্রাথমিক ভাবে 'ওয়ার রুম' তৈরি করে কাজে নেমে পড়েছেন রেলকর্মীরা। গ্রাম, শহরতলি থেকে কলকাতায় ঠাকুর দেখতে আসা প্রতিটি যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই 'ওয়ার রুম' তৈরি করা হয়েছে রেল কর্তৃপক্ষ তরফে।

Sealdah Rail Division: শিয়ালদহে War Room! পুজোর মাঝেই বড় পদক্ষেপ নিয়ে নিল রেল
প্রতীকী ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 27, 2025 | 8:30 PM
Share

কলকাতা: শহরে এখন জনসমুদ্র। শুধুই শহরবাসী নয়, বাংলার দুর্গোৎসবে কলকাতায় ভিড় জমিয়েছেন জেলার মানুষরাও। আর গ্রাম-শহরের মাঝে সেতু হয়েছে ভারতীয় রেল। প্রতি মুহূর্তে কাতারে কাতারে মানুষ চলে আসছেন কলকাতায়। নিয়ে ফিরছেন পুজোর আমেজ। আর সেই জনসমুদ্রকে সামাল দিতে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। তৈরি হয়েছে ‘ওয়ার রুম’।

শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, গতকাল অর্থাৎ শুক্রবার থেকে প্রাথমিক ভাবে ‘ওয়ার রুম’ তৈরি করে কাজে নেমে পড়েছেন রেলকর্মীরা। গ্রাম, শহরতলি থেকে কলকাতায় ঠাকুর দেখতে আসা প্রতিটি যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই ‘ওয়ার রুম’ তৈরি করা হয়েছে রেল কর্তৃপক্ষ তরফে।

‘ওয়ার রুম’ দিয়ে কোথায় নজরদারি?

এই ‘ওয়ার রুম’ একেবারে প্রযুক্তিতে ঠাসা। যেমন রয়েছে ভিড় নিয়ন্ত্রণের জন্য আধুনিক ডিভাইস, তেমনই রয়েছে মনিটরিং সিস্টেম। জানা গিয়েছে, সমগ্র শিয়ালদহ বিভাগে থাকা ২ হাজার ২০০ টি সিসিটিভি ক্য়ামেরা দিয়ে এক সঙ্গে লাইভ ভিডিয়ো দেখা যাবে ‘ওয়ার রুম’ থেকে। কে আসছেন, কে যাচ্ছেন, কেউ কোনও সন্দেহজনক কার্যকলাপ করছেন কিনা, সব বিষয়েই নজর রাখতে পারবে কর্তৃপক্ষ। আর এই সমস্ত ক্যামেরাগুলিকে সমন্বিত করবে ভিডিয়ো সার্ভাইল্য়ান্স সিস্টেম।

পাশাপাশি থাকছে ১২টি পৃথক ক্যামেরা ক্লাস্টারের ক্য়ামেরা। যা গুরুত্বপূর্ণ স্টেশন, তাদের প্ল্যাটফর্ম ও রেল সেকশনের উপর নজর রাখতে সাহায্য করবে। পুজোয় সবচেয়ে বেশি চ্য়ালেঞ্জিং জায়গা ভিড় নিয়ন্ত্রণ। তবে সেটারও একটা দফারফা করে নিয়েছে শিয়ালদহ বিভাগ। লাইভ ক্যামেরা নজরদারির মধ্যে দিয়েই হবে ভিড় নিয়ন্ত্রণের কাজ। ইতিমধ্য়ে সাফল্য পেতে শুরু করেছে ‘ওয়ার রুম’। প্রাথমিক ভাবে দুর্গাপুজোর জন্য তৈরি হওয়া এই ব্যবস্থা যে আগামী দিনেও কাজে লাগানো যেতে পারে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ। তাই সেই সূত্র ধরেই এই সিস্টেমকে পরবর্তীকালে ব্যবহার করা হবে বলেই জানিয়েছে ভারতীয় রেল।