Local Trains Cancelled: সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন বিস্তারিত

Local Trains Cancelled: সপ্তাহের শেষে শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ রুটে যাতায়াত করা সাধারণ মানুষের সমস্যার মুখে পড়তে হতে পারে।

Local Trains Cancelled: সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন বিস্তারিত
লোকাল ট্রেন
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2023 | 6:30 AM

কলকাতা: ফের বাতিল হচ্ছে একগুচ্ছ লোকাল ট্রেন (Local Trains Cancelled)। শিয়ালদহ দক্ষিণ শাখায় টালিগঞ্জ ও নিউ আলিপুর স্টেশনের মাঝে রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে ৪ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি। শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে দশ ঘণ্টা ধরে চলছে রেলের কাজ। সেই কারণে শিয়ালদহ দক্ষিণ শাখাল বালিগঞ্জ-বজবজ সেকশনে ট্রেন চলাচল ওই সময়ের জন্য নিয়ন্ত্রিত করা হচ্ছে। বাতিল করা হচ্ছে তিনটি ডাউন ট্রেন এবং তিনটি আপ ট্রেন। শিয়ালদহ – বজবজ ডাউন ৩৪১৬২ লোকাল এবং বজবজ-শিয়ালদহ আপ ৩৪১৬১ লোকাল শনিবার বাতিল করা হয়েছে। রবিবারও বাতিল থাকছে দুইজোড়া ট্রেন। ডাউন লাইনে ৩৪১১২ ও ৩৪১১৬ শিয়ালদহ-বজবজ লোকাল এবং আপ লাইনে ৩৪১১১ এবং ৩৪১১৫ বজবজ – শিয়ালদহ লোকাল রবিবার বন্ধ থাকবে।

এর পাশাপাশি বেশ কিছ লোকাল ট্রেনের যাত্রাপথও কমিয়ে আনা হয়েছে। ৪ ফেব্রুয়ারি আপ ৩৪১৫৯ ও ৩৪১৬৩ বজবজ-শিয়ালদহ লোকাল নিউ আলিপুর স্টেশন পর্যন্ত যাবে। পাশাপাশি ডাউন লাইনেও ৩৪১৬৪ ও ৩৪১৬৬ শিয়ালদহের পরিবর্তে নিউ আলিপুর স্টেশন থেকে ছাড়বে। একইভাবে রবিবার আপ ৩৪১৬৫ বজবজ – শিয়ালদহ লোকাল মাঝেরহাট স্টেশন পর্যন্ত যাবে এবং ডাউন ৩৪১১৪ ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে। ফলে সপ্তাহের শেষে শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ রুটে যাতায়াত করা সাধারণ মানুষের সমস্যার মুখে পড়তে হতে পারে।

প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরেই দফায় দফায় বিভিন্ন জায়গায় রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তার জন্য কোথাও কোথাও লোকাল ট্রেন বাতিলও করতে হচ্ছে। যদিও বেশিরভাগ জায়গাতেই যাত্রীদের সমস্যা যাতে কম হয়, সেই কারণে বেশি রাতের দিকে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে। তবুও বেশ কিছু মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। অনেকক্ষেত্রেই আবার বাকি ট্রেনগুলিতে বাড়তি ভিড়ও দেখা যাচ্ছে এই সবের কারণে।